হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ থানা পুলিশের অভিযানে ৫৩ লাখ ৪৫ হাজার টাকা মূল্যের ভারতীয় চোরাই শাড়ী, থানকাপড় ও চশমা (সানগ্লাস) মালামালসহ ২ জন গ্রেফতার হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন- ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলার সদর বেড়া গ্রামের নজরুল হাওলাদারের ছেলে মোঃ হাবিব হাওলাদার (৩০), মোঃ রাশেদ মোল্লার ছেলে মোঃ রিশাদ মিয়া (১৯)।
শনিবার (৭ ডিসেম্বর) দিবাগত রাতে এসব তথ্য নিশ্চিত করেন থানার ওসি দিলীপ কান্ত নাথ।
এর আগে পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত) মোঃ রেজাউল হক খানের সার্বিক তত্ত্বাবধানে ও হবিগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শহিদুল হক মুন্সির দিকনির্দেশনায় ওসি দিলীপ কান্ত নাথের নেতৃত্বে এসআই মোঃ জহিরুল ইসলাম, এএসআই তাজুল ইসলামসহ একদল পুলিশ উপজেলার দক্ষিণ বড়চরস্থ হবিগঞ্জ ইন্ডাস্ট্রিয়াল পার্ক-২ এর প্রধান গেইটের সামনে ঢাকা-সিলেট মহাসড়কের দক্ষিণে চেকপোস্ট পরিচালনা করেন।
এ সময় ঢাকাগামী (ঢাকা মেট্রো-ট-২৪-৪১৯৫) কাভার্ডভ্যান আটক করা হয়। তল্লাশীকালে ২৬টি ছোট বড় প্লাস্টিকের বস্তার ভিতরে লাল ও খয়েরী রংয়ের ৩১০ পিস ভারতীয় শাড়ী, ১৪৯৫ গজ বিভিন্ন রংয়ের প্যান্টের ভারতীয় থানকাপড়, ৬৩০০ পিস ছোট বড় চশমা (সানগ্লাস) জব্দ করা হয়।
ওসি দিলীপ কান্ত নাথ জানান, শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে চোরাই পথে ভারত থেকে বাংলাদেশে নিয়ে আসা জব্দকৃত মালামালগুলোর মূল্য হবে প্রায় ৫৩ লাখ ৪৫ হাজার টাকা। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে। আসামীদেরকে প্রেরণ করা হয়েছে আদালতে।
এমএমসি/এইচ