ঢাকাস্থ ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতির কার্যকরী কমিটিতে মোহাম্মদ রিপন মুন্সি

রুবেল ভূইয়া, নবীনগর প্রতিনিধি : ঢাকাস্থ ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতির কার্যকরী কমিটিতে নবীনগরের কৃতিসন্তান বিশিষ্ট শিল্পপতি স্পাইডার গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর আলহাজ্ব মোহাম্মদ রিপন মিয়া মুন্সি সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন। তার এই নতুন পদে দায়িত্ব গ্রহণের ফলে ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতির কার্যক্রমে এক নতুন দিগন্তের সূচনা হবে বলে আশা করা হচ্ছে।

স্পাইডার গ্রুপের সফল নেতৃত্বে মোহাম্মদ রিপন মিয়া মুন্সী তার ব্যবসায়িক জীবনে অনেক সাফল্য অর্জন করেছেন। তার দক্ষতা, নেতৃত্ব গুণাবলী ও মানবিক মূল্যবোধ তাকে এই নতুন পদে অত্যন্ত উপযুক্ত প্রার্থী হিসেবে প্রতিষ্ঠিত করেছেন।

রিপন মিয়া মুন্সীর নেতৃত্বে ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতির কার্যক্রম আরও শক্তিশালী এবং গতিশীল হবে। তিনি তার নতুন দায়িত্বে জনগণের জন্য বিভিন্ন সেবামূলক প্রকল্প বাস্তবায়ন, জেলা পর্যায়ে শিক্ষার উন্নয়ন, সামাজিক দায়বদ্ধতা বৃদ্ধি এবং সাংস্কৃতিক চর্চাকে প্রাধান্য দিতে কাজ করবেন। বিশেষত, যুবক-যুবতীদের জন্য উন্নত কর্মসংস্থান সুযোগ সৃষ্টিতে তার নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তার প্রজ্ঞা এবং অভিজ্ঞতা ব্রাহ্মণবাড়িয়া জেলার সামাজিক, সাংস্কৃতিক এবং অর্থনৈতিক উন্নয়নে নতুন রূপ দিতে সক্ষম হবে।

রিপন মিয়া মুন্সীর মনোনয়ন জেলার জনগণের জন্য শুধু একটি আনন্দের খবরই নয় বরং একটি দৃষ্টান্ত স্থাপন করবে, যেখানে একজন সফল ব্যবসায়ী সমাজের প্রতি তার দায়বদ্ধতা ও দায়িত্ব পালন করতে সক্ষম। জেলা সমিতি তার নেতৃত্বে আগামী দিনে আরও শক্তিশালী, উন্নত এবং সেবামুখী হবে, যা ব্রাহ্মণবাড়িয়া জেলার অগ্রগতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

Print Friendly, PDF & Email

Related Posts