সন্ত্রাসী হামলায় শাঁখচূড়া উচ্চ বিদ্যালয়ের সার্পোট স্টাফ গুরুতর আহত: শাস্তির দাবিতে মানববন্ধন

ময়মনসিংহ জেলার গফরগাঁওয়ের পাগলা থানার শাঁখচূড়া উচ্চ বিদ্যালয়ের সার্পোট স্টাফ মোঃ হাবুল মিয়ার উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ও হামলাকারীদের দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবিতে প্রতিবাদ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকাল ১১ টায় পাঁচবাগ ইউনিয়নের বাজারের সামনে থেকে একটি মিছিল বের হয়। মিছিলটি ইউনিয়নের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পাঁচবাগ পুলিশ ফাঁড়ির সামনে এসে এক মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

পাঁচবাগ ইউনিয়ন কৃষকদলের সহসভাপতি আবু সাঈদ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন পাঁচবাগ ইউনিয়ন বিএনপি নেতা মানিক মেম্বার, ৬নং ওয়ার্ড যুবদল নেতা আজিজুল, ইউনিয়ন শ্রমিকদল নেতা সাত্তার, ছাত্রদলের সহসভাপতি রাজন আহমেদ রাজ, ছাত্রদল নেতা জীবন, ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবীর প্রমুখ। মানববন্ধনে বক্তারা প্রশাসনকে ৭২ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে বলেন- নির্ধারিত সময়ের মধ্যে হামলাকারীদের গ্রেফতার না করা হলে আরও কঠোরতার কর্মসূচি গ্রহণ করা হবে।

এসময় বক্তারা অনতিবিলম্বে গত ৯ ডিসেম্বর তাঁর কর্মস্থল শাঁখচূড়া উচ্চ বিদ্যালয়ে প্রবেশ পথে হাবুল মিয়ার উপর হত্যাচেষ্টার উদ্দেশ্য শীর্ষ সন্ত্রাসী কানা শরিফ (৩২), মাসুদ (৩৫), দেলোয়ার (২৪), সাইদুলসহ সকল সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। মানববন্ধনে পাঁচবাগ ইউনিয়নের সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন। পাঁচবাগ ইউনিয়নের সর্বস্তরের জনতার আয়োজনে শাঁখচূড়া উচ্চ বিদ্যালয়ের সার্পোট স্টাফ মোঃ হাবুল মিয়ার উপর হত্যাচেষ্টার উদ্দেশ্যে সন্ত্রাসী হামলার প্রতিবাদে ও দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, গত সোমবার ৯ ডিসেম্বর একদল সন্ত্রাসী স্কুলে প্রবেশের পথে হত্যার উদ্দেশ্যে হাবুল মিয়ার ওপর হামলা চালায়।এই ঘটনায় ভিকটিমের পুত্র ফয়সাল মিয়া বাদী হয়ে পাগলা থানায় মামলা দায়ের করেন।

এফএস/ঢাকা

Print Friendly, PDF & Email

Related Posts