মানিকগঞ্জে ডিএফএ’র নতুন কমিটির সভাপতি ইলিয়াস, সম্পাদক আলাউদ্দিন 

বাংলাদেশ ডিপ্লোমা লাইভস্টক অ্যাসোসিয়েশন (বিডিএলএ) মানিকগঞ্জ জেলা শাখার তিন বছর মেয়াদী ১৩ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠিত হয়েছে। ভেটেরিনারি  ফিল্ড এসিস্ট্যান্ট (ভিএফএ, হরিরামপুর) এস এম ইলিয়াস কে সভাপতি এবং মো. আলাউদ্দিনকে সাধারণ সম্পাদক (ডিএফএ, ঘিওর) নির্বাচিত করা হয়েছে।

শনিবার (১৪ ডিসেম্বর) দুপুরে মানিকগঞ্জ জেলা প্রাণিসম্পদ অফিসে এক সভায় এই কমিটির অনুমোদন দেন বাংলাদেশ ডিপ্লোমা লাইভস্টক অ্যাসোসিয়েশন এর মহাসচিব মো. শফিকুর রহমান।

এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ ডিপ্লোমা লাইভ স্টক অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ মিজানুর রহমান, সহ অর্থ সম্পাদক তৌহিদুল ইসলাম, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. মোহাম্মদ মজিবুর রহমান প্রমুখ।

তিন বছর মেয়াদী এই কমিটিতে, সহ-সভাপতি (শিবালয় উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ের ডিএফএ) মো. মিজানুর রহমান, সহ-সাধারণ সম্পাদক (হরিরামপুর উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ের ডিএফএ) অতুল পাল, সাংগঠনিক (মানিকগঞ্জ সদর উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ের ডিএফএ) সম্পাদক মো. শরিফুল ইসলাম, অর্থ সম্পাদক (হরিরামপুর উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ের ডিএফএ) কাজিম উদ্দিন মোল্লা, মহিলা বিষয়ক সম্পাদক (হরিরামপুর উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ের ডিএফএ) তাহমিনা আক্তার, দপ্তর সম্পাদক (সিংগাইর উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ের ডিএফএ) দুলাল সরকার কুমার নির্বাচিত হয়েছেন।

নির্বাচিত কমিটির সভাপতি এসএম ইলিয়াস বলেন, ‘মানিকগঞ্জ জেলা শহর থেকে প্রত্যন্ত চরাঞ্চল এলাকায় ডিএফএ সদস্যরা প্রাণিসম্পদ রক্ষা এবং উন্নয়নে কাজ করে যাচ্ছে। আগামী দিনে এ কাজগুলো আরো বেশি বেগবান হবে। ছোট বড় সকল খামারিরা এর সুবিধা ভোগ করবে।’

জেডএইচসি / মানিকগঞ্জ 

Print Friendly, PDF & Email

Related Posts