বিডিমেট্রোনিউজ ডেস্ক ॥ নিজের মৃত মেয়ের সংরক্ষিত ডিম্বাণু ব্যবহার করে সন্তান জন্ম দেওয়ার লড়াইতে জিতেছেন ৬০ বছর বয়সী ব্রিটিশ এক নারী। ২০১১ সালে ক্যান্সারে ভুগে মারা যাওয়ার আগে তার সন্তান ধারণের জন্য ২৮ বছরের মেয়ে মেয়ে তাকে অনুরোধ করে যায়।
আপত্তি তোলে ব্রিটেনের কৃত্রিম গর্ভধারণ নিয়ন্ত্রক সংস্থা এইচ এফ ই এ। তাদের যুক্তি ছিল মেয়ের কাছ থেকে লিখিত কোনো অনুমতি নেননি ঐ নারী। কিন্তু ঐ মহিলা, যার নাম প্রকাশ করা হয়নি, হাল ছাড়েন নি। মামলা করেন আদালতে।
হাই কোর্টে তার আর্জি না টেকায় আপিল আদালতে যান এবং সেখানে তার পক্ষে রায় গেছে। বিচার শেষে আপিল কোর্ট তার পক্ষেই রায় দিয়েছে।
ঐ নারী এখন মেয়ের ডিম্বাণু নিয়ে যুক্তরাষ্ট্রের একটি ফার্টিলিটি ক্লিনিকে যাবেন। সেখানে একজন ডোনারের শুক্রাণু দিয়ে তা দিয়ে ভ্রূণ তৈরি হবে। সেই ভ্রূণ গর্ভে ধারণ করবেন তিনি।
সবকিছু ঠিকঠাক মতো হলে, ষাটোর্ধ বয়সে নিজের নাতি বা নাতনির জন্ম দেবেন তিনি।