আগামীকাল পবিত্র ঈদুল ফিতর

বিডিমেট্রোনিউজ মঙ্গলবার দেশের কোথাও শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। বৃহস্পতিবার পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। ইসলামিক ফাউন্ডেশনের সহকারী পরিচালক (জনসংযোগ) মুহাম্মদ নিজাম উদ্দীন গতকাল সন্ধ্যায় এ কথা জানান।

বৃহস্পতিবার যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে সারাদেশে মুসলমানরা তাদের বৃহত্তম ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উদযাপন করবে।

পবিত্র ঈদুল ফিতরের তারিখ নির্ধারণে গতকাল সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির উদ্যোগে ইসলামিক ফাউন্ডেশন, বায়তুল মোকাররম সভাকক্ষে ধর্মমন্ত্রী ও জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি অধ্যক্ষ মতিউর রহমানের সভাপতিত্বে এক সভা অনুষ্ঠিত হয়।

সভায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বজলুল হক হারুন, ধর্মসচিব মো. আব্দুল জলিল, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক সামীম মোহাম্মদ আফজাল, প্রধান তথ্য অফিসার এ কে এম শামীম চৌধুরী, ইসলামিক ফাউন্ডেশন বোর্ড অব গভর্নরস এর গভর্নর মিছবাহুর রহমান চৌধুরী, এডভোকেট শেখ মোহাম্মদ আবদুল্লাহ, শায়খ খন্দকার গোলাম মাওলা নকশেবন্দী, মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মো. মাকছুদুর রহমান পাটওয়ারী, ধর্ম মন্ত্রণালয়ের যুগ্মসচিব মীর নজরুল ইসলাম, তথ্য মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব মোহাম্মদ নূরুল ইসলাম, স্পারসোর চেয়ারম্যান মুহাম্মদ দিলাওয়ার বখ্ত্, ঢাকা আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ প্রফেসর সিরাজ উদ্দিন আহমাদ, বাংলাদেশ টেলিভিশনের পরিচালক মো. সাখাওয়াত হোসেন, ঢাকা জেলার অতিরিক্ত জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন, আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মো. সামছুদ্দিন আহমেদ, বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম মাওলানা মুহাম্মদ মিজানুর রহমান, লালবাগ শাহী মসজিদের খতিব মাওলানা আবু রায়হান ও চকবাজার শাহী জামে মসজিদের খতীব মাওলানা শেখ নাঈম রেজওয়ান উপস্থিত ছিলেন।

ওই সভায় সিদ্ধান্ত হয় যে, বাংলাদেশের আকাশে শাওয়ালের চাঁদ দেখা না যাওয়ায় বৃহস্পতিবার পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে।

Print Friendly, PDF & Email

Related Posts