যুক্তরাষ্ট্রে রিপাবলিকান দলের প্রেসিডেন্ট প্রার্থী ট্রাম্প

বিডিমেট্রোনিউজ ডেস্ক   যুক্তরাষ্ট্রে রিপাবলিকান দলের হয়ে প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন আবাসন ব্যবসায় ধনকুবের ডোনাল্ড ট্রাম্প রিপাবলিকান দলের জাতীয় সম্মেলনে তিনি আনুষ্ঠানিকভাবে মনোনয়ন পেয়েছেন

ওহাইয়ো অঙ্গরাজ্যের ক্লিভল্যান্ডে দলের জাতীয় কনভেনশনের দ্বিতীয় দিনে মঙ্গলবার বিভিন্ন অঙ্গরাজ্যের প্রতিনিধিরা তার পক্ষে ভোট দেন। ট্রাম্প মনোনয়ন পাবার জন্য প্রয়োজনীয় ১২৩৭টি ভোট পান।

 

এই ভোটের পর ট্রাম্প এক টুইট বার্তায় বলেন, আমি কঠোর পরিশ্রম করে যাবো এবং আপনাদের কখনই হতাশ করবো না

 

trump-1

 

সেখানে মিস্টার ট্রাম্পের ছেলে ডোনাল্ড ট্রাম্প জুনিয়রও বক্তৃতা করেনতিনি বলেন, “আমার বাবার কাছে যা কিছু অসম্ভব, সেখান থেকেই তিনি শুরু করেন, তিনি জীবনকে দেখেন এভাবেই

 

আটই নভেম্বরের নির্বাচনে তিনি ডেমক্র্যাটিক দলের সম্ভাব্য প্রার্থি হিলারি ক্লিন্টনের সঙ্গে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

 

ইন্ডিয়ানার গভর্ণর মাইকেল পেন্সকে ট্রাম্পের সঙ্গে রিপাবলিকান দল থেকে ভাইস প্রেসিডেন্ট হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে

Print Friendly, PDF & Email

Related Posts