নতুন পাঠ্যবইয়ের বার্তা

অমিতা সিন্হা ।। বছর ঘুরে আবারো একটি নতুন বছর সম্মুখে ঘনিয়ে আসছে নতুন বইয়ের বার্তা নিয়ে। প্রতিটি শ্রেণির চূড়ান্ত পর্বের ফলাফল প্রকাশিত হওয়ার পর সাথে সাথেই শিক্ষার্থীদের হাতে হাতে পৌঁছে যাবে রঙবেরঙের নতুন পাঠ্য বই। এতে নতুন করে উজ্জীবিত হয়ে উঠবে ভবিষ্যৎময়ী শিক্ষার্থীরা।

প্রতিবারের মতো এবারো পহেলা জানুয়ারীতে বিনামূল্যে বিলিন করা হবে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে নতুন পাঠ্যবই শিক্ষার্থীদের মাঝে। উপজেলা আর জেলাগুলোতে হিসেব নিকেশ চলছে বরাদ্দ বইয়ের সংখ্যা। তাই দম নেওয়ার ফুসরত নেই শিক্ষা প্রতিষ্ঠানের  কর্মকর্তাদের। এর মধ্যে চলমান পরীক্ষার নথিপত্রের নজরদারিতো আছেই।

সিলেট প্রাথমিক জেলা অফিসের সূত্রানুযায়ী, নতুন বছরকে সামনে রেখে এবার জেলা প্রাথমিক শিক্ষা অফিস থেকে ২৮লাখ ৩৬হাজার ৮৯টি বই বরাদ্দের জন্য একটি লিস্ট দেওয়া হয়েছে। এতে সিলেট জেলার পক্ষ থেকে ১২টি উপজেলার মধ্যে সিলেট সদর থেকে ৫লাখ ১২হাজার ৭টি নতুন বই ।

কানাইঘাটে ২লাখ ৬২হাজার ৫শ’ নতুন বই। বালাগঞ্জ উপজেলায় ২লাখ ৯৯হাজার ৫শ’ ৩৮টি। বিশ্বনাথ উপজেলায় ১লাখ ৮৩হাজার ১শ’ ১৪টি। ফেঞ্চুগঞ্জ উপজেলায় ৮১হাজার। জৈন্তাপুর উপজেলায় ১লাখ ৪৬হাজার ৩শ’ ৬৭টি। গোয়াইনঘাট উপজেলায় ২লাখ ৬০হাজার ৭শ’টি। গোলাপগঞ্জ উপজেলায় ২লাখ ৫৫হাজার ৩শ’ ৭৫টি। কোম্পানীগঞ্জ উপজেলায় ১লাখ ৮০হাজার ৩শ’ টি। জকিগঞ্জ উপজেলায় ২লাখ ৩৪হাজার ৬শ’ ২১টি। বিয়ানীবাজার উপজেলায়  ১লাখ ৯০হাজার ২শ’টি এবং দক্ষিণ সুরমা উপজেলায় ২লাখ ৩০হাজার ৩শ’ ৬৭টি নতুন বই ।

নতুন পাঠ্য বইয়ের ঘ্রাণে মুখরিত হবে সিলেট জেলা প্রাথমিকের ১ম শ্রেণি থেকে ৫ম শ্রেনির শিক্ষার্থীরা। হাতে নতুন বইয়ের স্বাদ পাওয়ার আগেই খোলা চোখেও স্বপ্ন দেখে ওরা।

শুধু প্রাথমিকের কথা নয়। এজন্য মাধ্যমিকেও চলছে নতুন বই বরাদ্দের হিসেব নিকেশ। সিলেট অঞ্চলের মাধ্যমিক ও উচ্চ শিার অধিদপ্তরের (ভারপ্রাপ্ত ) উপ – পরিচালক জাহাঙ্গীর কবীর আহাম্মদ বলেন, মাধ্যমিক পর্যায়ের নতুন বইয়ের বরাদ্দের জন্য সকল জেলা ও উপজেলাওয়ারী নির্দেশ দিয়েছি হিসেব দেওয়ার জন্য। কিন্তু এখনো হাতে পৌঁছেনি ওদের নতুন বইয়ের লিস্ট। নতুন পাঠ্যবইয়ের হিসেব আস্তে আস্তে নতুন সময়সীমা প্রয়োজন। তবে সকল প্রস্তুতি নেওয়া হচ্ছে  সিলেট অঞ্চল মাধ্যমিক অফিস থেকে।

এদিকে একই বিষয়ে সিলেট বিভাগীয় প্রাথমিক অফিসের উপ পরিচালক তাহমিনা খানম বলেন, প্রতিটি উপজেলায় যথা সময়ের মধ্যে নতুন বইয়ের হিসেব দেওয়া জন্য বলা হয়েছে । খুব দ্রুত বিভাগীয় দপ্তরে চলে আসবে বরাদ্দের সংখ্যা। বরাবরের মতো এবারও পহেলা জানুয়ারিতে নতুন বই দেওয়ার সম্ভাবনা ছাত্রদের হাতে হাতে।  নতুন বইয়ের বার্তা আসার আগেই খুবই সচেতন ও নিজ দায়িত্ব সহকারে কাজ করে যাচ্ছে সিলেট জেলা প্রাথমিকের সংশ্লিষ্টরা।

কথা হলে সিলেট জেলার প্রাথমিক অফিসের উপ পরিচালক মো. নুরুল ইসলাম বলেন, আগে ভাগেই সিলেট জেলার সব কটি উপজেলাওয়ারী জানান দেওয়া হয়েছে নতুন পাঠ্য বইয়ের হিসেব দেওয়ার জন্য। তাই সাম্প্রতিক সময়ের নানা ধরণের নতুন বইয়ের হিসেব চলে এসেছে। আর যদি বাড়তি প্রয়োজন হয়, এজন্য অতিরিক্ত পাঠ্যবইয়ের ব্যবস্থা করা হবে বলে জানান তিনি।

আশা করি, নতুন বছরে ঠিকঠাক শিক্ষার্থীদের হাতে হাতে পৌঁছে যাবে রঙবেরঙের নতুন পাঠ্য বই। এতে নতুন করে উজ্জীবিত হয়ে উঠবে ভবিষ্যৎময়ী শিক্ষার্থীরা

Print Friendly, PDF & Email

Related Posts