বিডিমেট্রোনিউজ ডেস্ক ॥ ইংল্যান্ডের মাঠে বল হাতে নেওয়ার আগেই নিয়েছেন চমৎকার এক ক্যাচ। পরে বল হাতে নিয়েছেন ৪ উইকেট। দলকে দারুণ এক জয়ে এনে দিয়ে জিতেছেন ম্যাচসেরার পুরস্কারও। সাসেক্সের হয়ে ন্যাট ওয়েস্ট টি-টোয়েন্টি ব্লাস্টে অভিষেকটা বেশ ভালোভাবেই রাঙিয়ে রাখলেন মুস্তাফিজুর রহমান।
বৃহস্পতিবার এসেক্সের বিপক্ষে সাসেক্সকে ২৪ রানের জয় এনে দিতে মুস্তাফিজ ৪ ওভারে ২৩ রান দিয়ে নিয়েছেন ৪ উইকেট।
২০১ রান তাড়া করতে নামা এসেক্সের ইনিংসে মুস্তাফিজ প্রথম বোলিংয়ে আসেন পাওয়ার-প্লের শেষ ওভারে। প্রথম ওভারে খরচ করেন মাত্র ৪ রান।
এরপর মুস্তাফিজ বোলিংয়ে ফেরেন ষোড়শ ওভারে। ওই ওভারের দ্বিতীয় বলেই এসেক্সের অধিনায়ক রবি বোপারাকে ফিরিয়ে সাসেক্সের হয়ে প্রথম উইকেট নেন মুস্তাফিজ। তার বলে বোপারার ক্যাচ নেন অধিনায়ক লুক রাইট। এই ওভারে মাত্র ২ রান দিয়ে নেন বোপারার উইকেটটি।
অষ্টাদশ ওভারে এসে দেখান আরো চমক। তার প্রথম বলে ছক্কা হাঁকিয়েছিলেন রায়ান টেন ডেসকাটে। তবে তৃতীয় বলে বোল্ড করেন জেমস ফস্টারকে। শেষ বলে বোল্ড করেন ক্যালাম টেলরকেও।
আর নিজের ও ইনিংসের শেষ ওভারে প্রথম বলটি ডট দেওয়ার পর পরের বলেই টেন ডেসকাটেকে ফিরিয়ে দেন মুস্তাফিজ। উড়িয়ে মারতে গিয়ে টিমাল মিলসকে ক্যাচ দেন ডেসকাটে। সাসেক্স অভিষেকেই মুস্তাফিজের বোলিং ফিগার ৪-০-২৩-৪!
দেখুন ভিডিওতে :
https://www.youtube.com/watch?v=34LtYOG9Mng