খান মাইনউদ্দিন, বরিশাল ॥ বরিশাল কাশিপুরে গাঁজা সেবনে বাধা দেওয়ায় ব্যবসায়ী দুই ভাইকে মারধর করে ক্রসফায়ারের হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। কেড়ে নেওয়া হয়েছে টাকা,মোবাইলও। এরপরও এয়ারপোর্ট থানায় মামলা দিয়ে হয়রানির করার অভিযোগ এনেছেন এনামুল নামের এক ব্যবসায়ী।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে বরিশাল কাশিপুরের বিল্বাবাড়ী কাসিমিয়া সড়ক (ফকির বাড়ী) এর পাশে বর্তমান মহিলা মেম্বার এর বাড়ির পারিবারিক গোরস্থানে সামনে বসে গাজা সেবন করছিল আর.আর.এফ পুলিশ কনস্টেবল ইলিয়াস, কনস্টেবল নাজমুল সাকিব, নায়েক হাফেজ মো.রেজাউল করিম, কনস্টেবল রহমত উল¬াহ্, কনস্টেবল মো. হুমায়ুন কবিরসহ ৭/৮জন।
রাত সাড়ে ৯টার দিকে মো.এনামুল (২৫) ও ছোট ভাই নেয়ামুল ফকির(১৮) বাসায় যাবার পথে তা দেখে নিষেধ করলে তর্কবিতর্ক হয়। এক পর্যায় এনামুলকে ধাক্কা দিলে রাস্তার পাশে পরে যায়। এনামুলের ছোট ভাই নেয়ামুল এগিয়ে এলে নেয়ামুলের হাতে থাকা টর্চ লাইট কনস্টেবল নাজমুল কেড়ে নিয়ে নেয়ামুলকে মারধর করেন। এসময় নেয়ামুলের মাথায় আঘাত করলে মাথা ফেটে যায়।
এনামুলের চিৎকার শুনে স্থানীয় লোকজন ঘটনাস্থলে এসে নেয়ামুলকে রক্তাক্ত অবস্থায় পরে থাকতে দেখে। এসময় স্থানীয় লোকজনের ধাওয়া খেয়ে কনেস্টবল নাজমুল, ইলিয়াসসহ গাজা সেবনকারীরা পালিয়ে যায়। লোকজন নেয়ামুলকে উদ্ধার করেন।
ব্যাপারটি নিয়ে আর.আর.এফ পুলিশ কনেস্টবল ইলিয়াস এয়ারপোর্ট থানায় একটি মামলা দায়ের করেন যার মামলা নং-১৮। মামলায় বলা হয়- আরআরএফ পুলিশ লাইনের পাশে মুনসুর সরদারের চায়ের দোকানের সামনে কনস্টেবল নাজমুল, কনস্টেবল ইলিয়াসকে মারধর করেন নেয়ামুল ফকির, নেয়ামুলের বড় ভাই মো.এনামুল ফকির, মো. সাকিল, টিটু, মুনসুর সরদার,আশ্রাফ আলী সরদার, মো.মনির হোসেনসহ অজ্ঞাতনামা আরও ১০/১২ জন।
এনামুল ফকির জানান, তার ছোট ভাই ব্যবসায়ী নেয়ামুলকে নিয়ে প্রতিদিনের মত রাত সাড়ে ৯টার দিকে দোকান বন্ধ করে বাড়ী যাবার পথে বর্তমান ইউপি মেম্বারের বাড়ীর সামনের গোরস্থানের পাশে দেখি ৬/৭ যুবক গাঁজা সেবন করছে। তিনি গাঁজা সেবন করতে নিষেধ করেন। এসময় নাজমুল,ইলিয়াসসহ আরও ৬/৭জন যুবক উত্তেজিত হয়ে তকে এলোপাতাড়ি মারধর করে এবং পুলিশ পরিচয় দিয়ে দুই ভাইয়ের কাছে থাকা দোকানের নগদ ৭০হাজার ৬৪৩ টাকা,দুইটি মোবাইল সেট ছিনিয়ে নিয়ে যায়। ক্রসফায়ারের হুমকিও দেওয়া হয়। বর্তমানে তিনি নিরাপত্তাহীনতায় পুলিশের ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন বলেও জানান।
তার ছোট ভাইর মাথায় এবং বিভিন্ন জায়গায় জখম হয়েছে। বর্তমানে নেয়ামুলের অবস্থা আশংকাজনক।
প্রসঙ্গত উল্লেখ্য,মো.এনামুল ফকির কাশিপুর মুখার্জীর পুল বাজারের হার্ডওয়ার এবং গাড়ীর পার্টস ব্যবসায়ী, তার ছোট ভাই নেয়ামুল একই বাজারে পাখী ও পোল্ট্রি খামার ব্যবসায়ী।