মাধবীর ঘ্রাণ ॥ শাহরিয়ার সোহেল

মাধবীর ঘ্রাণ

 

এই মধ্যরাতে ঘুমঘোরে এগিয়ে

যাচ্ছি যখন মৃত্যুর প্রান্তদেশে

তুমি কি ঘুমিয়ে আছ অবচেতনে মাধবী

কাল হয়ত তোমার সাথে আর হবে না দেখা

তবু তোমার স্মৃতি নিয়ে যাচ্ছি তোমারও অধিক

যদি মনে পড়ে কখনো আমার সিঁথানে দিয়ো

গোলাপ বা চন্দ্রমল্লিকার পাঁপড়ি

তোমার দেয়া সুঘ্রাণে কেটে যাবে আরও কিছুকাল

এভাবেইতো এক অনন্ত জীবন

মাধবীর ঘ্রাণে কেটে যাবে নিরন্তর নির্বিঘ্ন প্রহর…

 

 

মৃত্যুর নিনাদ কাঁপে

 

 

ভূমি খুঁড়ে উঠে আসে অশ্বত্থ বাগান

কী নীরব হাহাকার লালে সে রঞ্জিত

অন্ধ কুঠুরীতে ময়ুরী নাচন মৃত চোখ উড়ছে চুল

শ্বাসরুদ্ধ যন্ত্রণা পাখি অসহ্য কন্ঠদের ভীড়ে

নেমে আসে বাজ পাখি মরণের মহানিশি

থেকে থেকে কেঁপে কেঁপে মৃত্যুর নিনাদ

দেয়ালের পাশে আছে অপেরা নাটক

হৃদয়ের ক্রন্দন সজ্ঞানে চেপে মিথ্যার প্রলাপ

 

নেগেটিভ ছবি তার কাফনের পর

চুলে চুলে ভেজা চোখ ড্রাকুলা পাথর

যা দিল প্রেমিক তার বড় ভালোবেসে

দিয়ে দিল সে তা নির্জন নদীতে

হৈচৈ বিয়ে বাড়ি জানালার ফাঁক, কদাকার

কুৎসিত কাকের ছাপ মানব মনের চেতনার দাগ

 

Print Friendly, PDF & Email

Related Posts