মফিজুর রহমান খান বাবু ॥ জাতীয় প্রেসক্লাবের বর্তমান কমিটির কার্যক্রমে নিষেধাজ্ঞার স্থগিত আদেশ বহাল রেখেছেন আপিল বিভাগ। ফলে বর্তমান কমিটির কার্যক্রম পরিচালনা করতে কোনো বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা।
বুধবার সকালে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন চার বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন।
আদেশের বিষয়েটি নিশ্চিত করেছেন বর্তমান প্রেসক্লাব কমিটির সভাপতি শফিকুর রহমান।
প্রসঙ্গত, আগের কমিটি মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর গত বছরের ২৮ মে আওয়ামী লীগ ও বিএনপির রাজনীতিতে বিশ্বাসী প্রেসক্লাব সদস্যদের এক সমঝোতা বৈঠকে ১৭ সদস্যের কমিটি মনোনয়ন করা হয়।
কমিটিতে মুহাম্মদ শফিকুর রহমান সভাপতি এবং কামরুল ইসলাম চৌধুরী সাধারণ সম্পাদক নির্বাচিত হন। মঞ্জুরুল আহসান বুলবুল সিনিয়র সহ সভাপতি এবং আমিরুল ইসলাম কাগজী সহ সভাপতি মনোনীত হন।