মেট্রো নিউজ : নব্বই দশকের প্রতিশ্রুতিশীল কবি, চিত্র নায়িকা , নাট্যনির্মাতা, শিক্ষক ও সাংবাদিক রুনু আঞ্জুমানের জম্মদিন ১৮ নভেম্মর ।
ঠাকুরগাঁও জেলা সদরে জম্মগ্রহন কারী এ কবির প্রকাশিত কাব্যগ্রন্থের সংখ্যা ৫ । এগুলো হচ্ছে, শুন্যতার ওজন (২০০৯), যথেচ্ছ মিথ্যার ভীড়ে (২০১০), পাখিবউ মধুবর (২০১১), ঘুম পাহাড়ের সুখ (২০১২) এবং প্রশ্নেরা উত্তর খোঁেজ (২০১৪)।
কবিতা বিষয়ক ছোট কাগজ ‘টাঙ্গন ’ এর সম্পাদক রুনু আঞ্জুমানের কবিতা এবং সংস্কৃতি বিষয়ক কর্মকান্ডে সম্পৃক্ততা সেই কিশোরী বয়সে । সংগীত , নৃত্য , অভিনয় এবং আবৃত্তিতে জাতীয় পর্যায়ে একাধিক পদক ও পুরস্কার অর্জনকারী এ কবি অতি সম্প্রতি পল্লীকবি জসীম উদ্দীনের অমর সৃষ্টি নকশী কাঁথার মাঠ অবলম্বনে নির্মিত “সোনাই কাহিনী” চলচ্চিত্রে সোনাই চরিত্রে অভিনয় করেছেন । তার পরিচালনায় ‘ কাজল দীঘির গা ’ শিরোনামে ১০১ পর্বের একটি ধারাবাহিক নাটক নির্মানের কাজ শুরু হয়েছে সম্প্রতি।
বর্তমানে চিন্তাশীল পাঠকের কাগজ বৈচিত্র এর সহকারী সম্পাদক এবং ক্যামব্রিয়ান কলেজ এর আবৃত্তির শিক্ষক কবি ও চিত্রনায়িকা রুনু আঞ্জুমানের জম্মদিন উপলক্ষে ‘ বৈচিত্র ’ কার্য্যালয়ে দিনভর অনুষ্ঠিত হবে কবি , সাংবাদিক এবং সংস্কৃতি কর্মীদের আড্ডা , কবিতাপাঠ ও সংগীত ।