অল ইউরোপিয়ান বাংলা প্রেসক্লাবের যাত্রা শুরু

বিডিমেট্রোনিউজ ডেস্ক ইউরোপে কর্মরত সাংবাদিকদের ঐক্যের প­াটফর্ম হিসেবে যাত্রা শুরু করলো অল ইউরোপিয়ান বাংলা প্রেসক্লাব। গত শনিবার সন্ধ্যায় ইতালির রাজধানী রোমের বেস্ট ওয়ের্টান প্রেসিডেন্ট হোটেলে এর বলরুমে অল ইউরোপিয়ান বাংলা প্রেসক্লাব এর প্রথম সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনের প্রথম অধিবেশনের শুরুতে শোকের মাস আগস্টে, ভাষা শহীদ এবং মহান মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
ইউরোপের প্রবীণ সাংবাদিক লুত্ফর রহমানের সভাপতিত্বে বাংলা প্রেসক্লাব ইতালীর সাবেক সাধারণ সমপাদক ও বাংলা টিভি ইতালি প্রতিনিধি শাওন আহমদ এর পরিচালনায় এ সময় উপস্থিত থেকে এ সংগঠনের গুরুত্ব ও কার্যকারিতা নিয়ে বক্তব্য রাখেন বাংলা প্রেসক্লাব ইতালীর সভাপতি মনিরুজ্জামান মনির, স্বদেশ-বিদেশ পত্রিকার সমপাদক ও এনআরবিজাই এর সাবেক সভাপতি ইকবাল হোসেন, এটিএন বাংলা ইতালী প্রতিনিধি হাসান মাহমুদ, নবকণ্ঠ পত্রিকার সমপাদক ও প্যারিস বাংলা প্রেস ক্লাব, ফ্রান্স সভাপতি আবু তাহির, এনটিভি জার্মান প্রতিনিধি বিটু বড়ুয়া, এনআরবিজাই সভাপতি আল-আমিন, চ্যানেল এস ইতালি প্রতিনিধি ও এনআরবিজাই সাধারণ সমপাদক রিয়াজ হোসেন, মিলান বাংলা প্রেসক্লাবের সভাপতি একে রহুল সান, সাধারণ সমপাদক ও মিলান বার্তা সমপাদক নাজমুল হোসেন, চ্যানেল আই বিসেন্সা প্রতিনিধি এমদাদুল হক এমদাদ, বাংলা ভিশন ইতালী প্রতিনিধি জাকির হোসেন সুমন, চ্যানেল আই ইতালী প্রতিনিধি লাবণ্য অঞ্জন চৌধুরী, দৈনিক প্রবাসে প্রতিদিন এর সমপাদক হুমায়ুন কবির, এনটিভি পালেরমো প্রতিনিধি তোফাজ্জাল হোসেন তপু, ভিসেন্সা এনটিভি প্রতিনিধি ফারজানা হকসহ অনেকে।

এ সময় সম্মেলনে অনুপস্থিত ইউরোপের বিভিন্ন দেশে বাংলা মিডিয়ায় কর্মরত সাংবাদিকগণ টেলিকনফারেন্সে সম্মেলনের সফলতা কামনা করে বক্তব্য রাখেন। সম্মেলনের ২য় অধিবেশনে স্বতঃস্ফূর্তভাবে দীর্ঘ আলোচনার পর ইউরোপের প্রবীণ সাংবাদিক ও কমিউনিটি ব্যক্তিত্ব সাংবাদিক লুত্ফর রহমান ও ইতালির জনপ্রিয় পত্রিকা স্বদেশ-বিদেশ এর সমপাদক ইকবাল হোসেনকে উপদেষ্টা,বাংলা প্রেসক্লাব ইতালী্থর সভাপতি মনিরুজ্জামান মনিরকে সভাপতি (ইতালি), সিনিয়র সহ-সভাপতি হাবিবুর রহমান হেলাল (জার্মানি), সাধারণ সমপাদক আবু তাহির (ফ্রান্স), কোষাধ্যক্ষ আফাজ জনি (সেপন), সাংগঠনিক সমপাদক সেলিম উদ্দিনকে (পর্তুগাল) নির্বাচিত করে অল ইউরোপিয়ান বাংলা প্রেসক্লাব এর আংশিক কমিটি ঘোষনা করা হয়। সভা থেকে আগামী ৪৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কার্যকরী কমিটি গঠন করার সিদ্ধান্ত নেয়া হয়।

Print Friendly, PDF & Email

Related Posts