রিও ফেরত ভারতের নারী হকি খেলোয়াড়দের হেনস্থা

বিডিমেট্রোনিউজ ডেস্ক রিও অলিম্পিকে ব্যর্থ হওয়ায় উত্তর কোরিয়ার অ্যাথলিটদের কয়লা খনিতে কাজ করতে পাঠানোর নির্দেশ দিয়েছেন সে দেশের প্রেসিডেন্ট৷নরেন্দ্র মোদির দেশেও হেনস্থা হতে হল অলিম্পিকে ব্যর্থ ভারতীয় মহিলা হকি দলকে৷

 

ভারতের প্রধানমন্ত্রী মোদি পরের তিনটি অলিম্পিকে ভারতীয় অ্যাথলিটদের ভালো পারফরম্যান্সের জন্য টাস্ক ফোর্স গঠন করার নির্দেশ দিয়েছেন৷ কিন্তু রিও ফেরত ভারতীয় মহিলা হকি খেলোয়াড়দের সঙ্গে যে আচরণ করা হল তা লজ্জা বললেও কম বলা হবে!

 

বাড়ি ফেরার পথে মহিলা খেলোয়াড়দের স্থান হল ট্রেনের মেঝেতে৷ রাঁচি থেকে রাউলকেল্লা যাওয়ার পথে বোকারো-অ্যালিপ্পি এক্সপ্রেসের টিটি এমনই আচরণ করেছেন রিও অলিম্পিকে অংশ নেওয়া মহিলা ভারতীয় হকি খেলোয়াড়দের সঙ্গে৷

 

টিকিট কনফার্মড না-থাকায় খেলোয়াড়দের ট্রেনের মেঝেতে বসতে বলেন টিটি৷

Print Friendly, PDF & Email

Related Posts