‘তাহাদের যৌবনকাল’

বিডি মেট্রোনিউজ ।। এটিএন বাংলায় ২২ নভেম্বর রাত ৮টা ৪০মিনিটে প্রচার হবে আবদুল্লাহ আল মামুন এর রচনা এবং সাজ্জাদ হাসান বাবলুর পরিচালনায় ধ‍ারাবাহিক নাটক ‘তাহাদের যৌবনকাল’।

অভিনয় করেছেন ফেরদৌসি মজুমদার, রামেন্দু মজুমদার, শহিদুজ্জামান সেলিম, দিবা নার্গিস, রুমানা, সাব্বির আহমেদ, আলভী, পীযুষ বন্দোপাধ্যায়, ডলি জহুর, এস এম মহসীন, সোহেল খান, আমীন আজাদ, তন্দ্রা, আবিদ রেহমান, বাবুল আহমেদ, শিরীন বকুল, ফজলুর রহমান বাবু, ইলোরা নাহিয়ান, সুবর্ণা মজুমদার, পরেষ আচার্য প্রমুখ।

তোমাকে ছাড়া আমি বাঁচবো না। বল্ দেখি ছেলে না মেয়ে। মানে? মানে তোদের বলতে হবে কথাটা বলল কে? না মেয়েটা? যদি বলতে পারিস তাহলে যা হোক কিছু একটা খাওয়াবো তোদের।

পেটে-ভাতে মেসের সিনিয়র মোস্ট মেম্বার চিরকুমার সাজ্জাদ আলী চৌধুরীরর এমন ধাঁধাঁয় সমবেত নবীন প্রবীণ উভয়বিধ যুবকেরা উত্তর দিতে উৎসাহয় হয়ে ওঠে। ভুল উত্তর দেয়ায় সাজ্জাদ চৌধুরী বেমক্কা ধমক লাগায়।

উপস্থিত যুবকেরা এটকু টাল খেয়ে যায়। যেখানে উল্টো তারাই কারণে অকারণে এই ভীরু প্রকৃতির পৌঢ়কে ডাঁট দেখায়। আজ সেই কি না ধমক দিচ্ছে। সাজ্জাদ আলী চৌধুরী ভীষণ আমুদে। কে এই সাজ্জাদ আলী চৌধুরী? জানতে হলে চল্লিশ বছর পেছনে ফিরে যেতে হবে।

Print Friendly, PDF & Email

Related Posts