আলোক পুরস্কার- ২০১৬ গুণিজন সম্বর্ধনা অনুষ্ঠিত

বিডিমেট্রোনিউজ  পাক্ষিক আলোক পত্রিকার উদ্যোগে শাহবাগ পাবলিক লাইব্রেরিতে অনুষ্ঠিত হলো আলোক পুরস্কার ২০১৬ গুণিজন সম্বর্ধনা ও আবৃত্তি অনুষ্ঠান। গত ১ সেপ্টেম্বর মনোমুগ্ধকর এই অনুষ্ঠানটি পাবলিক লাইব্রেরির ভিআইপি সেমিনার কক্ষে অনুষ্ঠিত হয়।

 

alok-2
ছড়াকার ও কবি তাহমিনা কোরাইশী আলোক পুরস্কার- ২০১৬ গ্রহণ করছেন
alok-3
কবি সাংবাদিক মফিদা আকবর আলোক পুরস্কার ২০১৬ গ্রহণ করছেন
alok-4
সুবক্তা ও নারী উদ্যোক্তা নাহার ফরিদ খান আলোক পুরস্কার ২০১৬ গ্রহণ করছেন
alok-5
শ্রেষ্ঠ মা হিসাবে আলোক পুরস্কার ২০১৬ পেয়েছেন শবনম সুলতানা নীনা

পাক্ষিক আলোক পত্রিকার সম্পাদিকা কবি, কথা, চিত্র ও কন্ঠশিল্পী গুলশান ই ইয়াসমীনের সভাপতিত্বে এই গুণিজন সম্বর্ধনা ও আবৃত্তি অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

 

এতে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট কথাশিল্পী ও শিশূ একাডেমির চেয়ারম্যান সেলিনা হোসেন। বিশেষ অতিথি ছিলেন সংসদ সদস্য কবি কাজী রোজী।

 

অনুষ্ঠানে যাদের পুরস্কৃত করা হয় তারা হলেন কবি সাংবাদিক মফিদা আকবর, কবি কলামিস্ট জামিল আক্তার (বীনু), সুবক্তা ও নারী উদ্যোক্তা নাহার ফরিদ খান, শিক্ষিকা ছড়াকার ও করি রিফাত নিগার শাপলা, ছড়াকার ও কবি তাহমিনা কোরাইশী, ছড়াকার ও কবি শারমিন সুলতানা রীনা, কবি ও প্রকৌশলী ইবনে মায়াজ প্রামাণিক।

 

সঙ্গীতে পুরস্কার পেয়েছেন শাহিদা আরবী (সঙ্গীতজ্ঞ), নিলুফার বানু লিলি (রবীন্দ্র সঙ্গীত শিল্পী), শিরিন আক্তার চন্দনা (নবীণসঙ্গীত শিল্পী)।

 

শ্রেষ্ঠ মা হিসাবে পুরস্কার পেয়েছেন শবনম সুলতানা নীনা। শ্রেষ্ঠ ক্ষুদেপাঠক হিসাবে পুরস্কার পেয়েছেন রুবাইয়াত শবনম খান। শ্রেষ্ঠ বাবা ও কবি হিসাবে পুরস্কার পেয়েছেন মোঃ সাইফুল ইসলাম ভুইয়া।

অনুষ্ঠানটি বেশ দর্শক নন্দিত হয়।

alok-6
আলোক পুরস্কার ২০১৬ এর মনোমুগ্ধকর আবৃত্তি অনুষ্ঠান
alok-8
ছড়াকার ও কবি শারমিন সুলতানা রীনা আলোক পুরস্কার ২০১৬ গ্রহণ করছেন
alok-7
কবি ও প্রকৌশলী ইবনে মায়াজ প্রামাণিক আলোক পুরস্কার ২০১৬ গ্রহণ করছেন
Print Friendly, PDF & Email

Related Posts