বিডিমেট্রোনিউজ ডেস্ক ॥ রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থান থেকেই আসছে মশার উপদ্রব বেড়ে যাওয়ার খবর। সিটি কর্পোরেশন যথাযথ দায়িত্ব পালন করছে না? মোটেই ঘাবড়াবেন না। ধূপের গন্ধ বা মশার ওষুধেও শ্বাসকষ্ট হয় অনেকের, দেখা দেয় ত্বকের সমস্যাও। চিন্তা নেই, জেনে নিন মশা তাড়ানোর কয়েকটি প্রাকৃতিক উপায়।
প্রথমেই বলি নিম তেলের কথা। মশা তাড়াতে অসাধারণ কাজ করে এই তেল। নিমের গন্ধে দূরে থাকে মশা। তাই নিম তেল ও নারকেল তেলের মিশ্রণ সারা শরীরে লাগিয়ে নিলেই কেল্লাফতে। মশার কামড় তো দূরের কথা, কাছেও ঘেঁষবে না আপনার।
মশা তাড়াতে নিমের মতোই কার্যকরি তুলসিও। শোওয়ার ঘরের জানালার বাইরে যদি তুলসি গাছ থাকে, তাহলেই হলো; অবশ্যই মশা ঘরে ঢুকবে না। আপনার ঘুমটিও হবে শান্তির।
এরপর আসি রসুনের কথায়। বলা হয়, রসুন থেকে শতহাত দূরে থাকে মশা। কয়েক কোয়া রসুন পানিতে ফুটিয়ে নিন। এবার এই পানি সারা ঘরে ছিটিয়ে দিন। দেখবেন ঘরময় আর মশার উপদ্রব নেই।
মশা দূরে রাখার জন্য অব্যর্থ লেবু তেল ও ইউক্যালিপটাস তেলের মিশ্রণও। এই মিশ্রণ শরীরে লাগালে মশাতো কামড়াবেই না, সংক্রমণের হাত থেকেও রেহাই পাবেন। মশা তাড়াতে কর্পূরও অব্যর্থ। মশা দূরে রাখতে তাই বন্ধ ঘরে জ্বালাতে পারেন কর্পূর।
তথ্যসূত্র : জি নিউজ হেলথ