বিডিমেট্রোনিউজ ডেস্ক ॥ শহরে শুক্রবার অমিতাভ অভিনীত ‘পিঙ্ক’ মুক্তি পেয়েছে। এই সিনেমা ইতিমধ্যেই সিনেমহলের প্রশংসা কুড়িয়েছে। মহিলাদের বিরুদ্ধে অপরাধের কাহিনী নিয়ে তৈরি হয়েছে সিনেমা ‘পিঙ্ক’।
এই সিনেমায় মুখ্য চরিত্রে অভিনয় করছেন তাপসী পান্নু। সেই তাপসীই জানালেন, তিনিও শ্লীলতাহানির শিকার হয়েছিলেন। একইসঙ্গে জানিয়েছেন, তাঁর পোশাক নিয়ে প্রশ্ন তুলেছিলেন খোদ তাঁর বাবা-মা।
সংবাদমাধ্যমকে তাপসী বলেন, ‘আমি দিল্লির বাসিন্দা। ওই শহরেই আমার বেড়ে ওঠা। আমার কাছে ইভটিজিং , ফোনে জ্বালাতন নতুন কিছু নয়। এ সব তো বাস স্টপ, বাস বা বাজারে নিত্যকার ব্যাপার’।
ভিড়ে ঠাসা এলাকায় বা বাসে তিনি কীভাবে শ্লীলতাহানির শিকার হয়েছিলেন, তাও জানিয়েছেন তাপসী। তিনি বলেছেন, ‘আমি শিখ। তখন আমার বয়স ১৪ বা ১৫। একবার গুরু নানকের জন্মদিনে গুরদ্বারে বন্ধুদের সঙ্গে লাইনে দাঁড়িয়েছিলাম। হঠাত্ বুঝতে পারলাম, কেউ যেন আমার শ্লীলতাহানির চেষ্টা করছে’।
তাপসী বলেন, তিনি কোনওক্রমে নিজেকে সামলানোর চেষ্টা করেন। কিন্তু পিছন ফিরে দেখবার মতো সাহস হয়নি তাঁর।
তাপসী আরও বলেন, তাঁর বাবা-মাও তাঁর পোশাক নিয়ে প্রশ্ন করেছিলেন। তাঁর বাবা তো খুব রেগেও যেতেন। তাপসীর মনে হত, তিনি হয়ত কিছু ভুল করেছেন। কিন্তু সেই ভুল কী, তা আজও বুঝতে পারেননি তিনি।
https://www.youtube.com/watch?v=xTKb4Xpa-Jw