শাহ মতিন টিপু ।।
পাকিদের ঘৃণ্যদন্ত আবার বিকশিত
আকাশে আবার শকুনি শ্বাপদ!
কী চায় ওরা!
আবার রক্ত
আবার সম্ভ্রম
নাকি আবার প্রাণ লাখ লাখ?
কী চায় ওই হায়েনার দল?
কেনো এতো হায় হায়-
হচ্ছে আমাদের আপদ বিদায়,
এতো মরাকান্না কেনো তাতে-
আবার কেনো ঝরছে লালা
ওদের জিহ্বাতে!
কেনো আবার নিরবতা ভাঙছে পিশাচেরা
কী চায় ওরা!
গোলা ভরা ধান
সাজি ভরা পান
গোয়াল ভরা গরু
সেই সোনালী দিন করে খানখান,
ছিড়ে নিয়ে গেছে বাগানের ফুলফল
দলিত-মথিত করে গেছে সোনালী উঠান।
সেই আমরা আবার উঠে দাঁড়িয়েছি
পূর্ণতার পুণ্যতায় ওদের ছাড়িয়েছি
তলাবিহীন ঝুড়ি দুরে ফেলে ছুড়ে
অভাবের পথ যখন দুপায়ে মাড়িয়েছি
ঠিক তখনই কেনো সেই শকুন-শ্বাপদেরা?
কী চায় ওরা!
২৪ নভেম্বর ২০১৫