মফিজুর রহমান খান বাবু ।। শম্পা রহমান। পুরো নাম তাহমিনা রহমান শম্পা। সিরাজগঞ্জের মেয়ে। বাবা সাইদুর রহমান খোকন, মা ফরিদা পারভিন। মওলানা ভাসানী কলেজ থেকে স্নাতক ডিগ্রীধারী শম্পার শৈশব থেকেই সঙ্গীতে হাতেখড়ি। বাবাই প্রথম গুরু তার। এরপর ওস্তাদ আজাদ রেহমানের হাত ধরে ওস্তাদ আমিনুল ইসলামের কাছে দীক্ষা নিয়ে পেশাগত জীবনে সঙ্গীত পরিবেশন শুরু করেন শম্পা।
একক সঙ্গীতসন্ধ্যাসহ এযাবৎ পাঁচ শতাধিক শো করেছেন শম্পা রহমান। এ জীবনেই রাজশাহীতে প্রচুর পুরস্কার তিনি কুড়িয়েছেন। বাংলাদেশ বেতারেরও নিয়মিত শিল্পী তিনি।
স্কুল জীবনের স্টেজ শো করা শম্পা এখন বাংলা চলচ্চিত্রে নিয়মিতভাবেই প্লেব্যাক করে চলছেন। পরিচালক আনোয়ার সিরাজীর ‘কমিশনার’ চলচ্চিত্রে ‘ভালোবাসি ভালোবাসি কতবার বলি’সহ মোট তিনটি গান দিয়ে আনুষ্ঠানিকভাবে প্লে-ব্যাকে যাত্রা শুরু হয় তার। শুরু হয় বাংলা চলচ্চিত্রের সঙ্গে পথ চলা।
এরপর আনোয়ার সিরাজীর আরও একটি চলচ্চিত্র ‘উতলা মন’-এর টাইটেল গান’সহ দুটি গানে কণ্ঠ দেন তিনি। এখন ব্যস্ত আছেন দেওয়ান নাজমুলের হররধর্মী ‘রাত ১২টার পরে’ চলচ্চিত্রের বেশ কয়েকটি গানের প্লে-ব্যাক নিয়ে।
এ ছাড়া তিনি এখন টেলিভিশনের লাইভ শোতে নিয়মিত হতে চাইছেন। ইতিমধ্যেই বেড়েছে তা ভক্ত শ্রোতার সংখ্যা। তার ফেসবুক আইডি Shompa Rahman. খুব শীঘ্রই ভক্তদের জন্য আনতে যাচ্ছেন নিজের প্রথম অ্যালবাম। অ্যালবামটির কাজ এরইমধ্যে শুরুও করেছেন তরুণ এই শিল্পী। এ ছাড়াও মিক্সড অ্যালবামও বেরুচ্ছে তার। নিজের কণ্ঠের মাধুরি দিয়ে এরমধ্যেই জায়গা করে নিতে সক্ষম হয়েছেন শিল্পী শম্পা রহমান।