শোক, তবে শোকার্ত নয়
অনেকদিন কথা হবে না
তারপর, হয়তো আবার কথা হবে।
একদিন হঠাৎ দেখা হবে
দুজনের ঠোঁটে হাসি, হাতে হাত
কণ্ঠস্বরে সর্বোচ্চ ভদ্রতা টেনে,
বলবো-কেমন আছেন, কবি?
তিনি প্রিয় পাইপ থেকে
ঠোঁট নামিয়ে বলবেন-
পরাণের খুব গহীনে আছি
আর আমার তখন একই ভাবনা-
এই না হলে সব্যসাচী!
কংকাল
আমরা অকারণ বেঁচে থাকি
আমাদের কোনো কাজ নেই
না পারি স্বপ্ন দেখাতে
না পারি স্বপ্ন দেখতে
আমরা ফুলের জন্য অভিশাপ
আমরা নদীর জন্য দখলবাজ
আমরা পাখির জন্য হন্তারক
আমরা হাসতে জানি না
তবু হি হি করে উঠি
আমরা কাঁদতেও শিখিনি
তবু চোখের কষ্ট বাড়াই
আমরা এগুতে শিখিনি
তবু হাঁটার মহড়া দিই
আমরা কেনো বেঁচে আছি
জানি না!
আমাদের পালন করে
কি প্রাপ্তি হবে মাটি ও শস্যের
জানি না!
আমরা রাতের নীরবতা ভাঙি
আমার জলের সংসার বিপন্ন করি
আমরা অপ্রয়োজনীয়, উদ্বিত্ত
অথচ যারা স্বপ্নের কথা বলে
তারা মরে যাচ্ছে
যারা ভালোবাসার ছবি আঁকে
তারা হাত নেড়ে জানাচ্ছে বিদায়!