প্রকৃতির এই পোষ্টঅফিসে
পাতার ভাঁজে হলুদ গাঁদা
সেতুর উপর রোদের হাসি
সোনার বেশে হেমন্তিকা।
শেষ বিকালে রাখালছেলে
ডাঙগুলি আর গোল্লাছুটে
মেতে থাকে খেলার ছলে
সোনার জামা গায়ে মেখে।
হরীতকী আর পিপুল গাছে
গোপন আঁচল মেলে ধরে
বাঁশের ঝাড়ে নদীর পাড়ে
গোধূলি তার রঙের তারে।
রাত ঘনালে পেঁচা ডাকে
মনের সুখে হেমন্তকে
চাঁদের বুকে জ্যোৎস্না হাসে
রঙে রঙে বুক ভাসিয়ে।
অঘ্রাণের এই নীল কুয়াশায়
নতুন ধানের গন্ধ আসে
ডুবে ডুবে শামুক নাচে
নদীর জলে শ্যাওলাতলে।
কেশ এলিয়ে হাসছে দেখ
বালিহাঁস আর চরের বালি
মাছের নেশায় বকের চোখে
আলোর খেলা খুঁটাখুঁটি।
হেমন্তের এই কোমল হাওয়ায়
মন ভিজে যায় মন-মানসির
লাজুক ঋতু মন ছুঁয়ে যায়
বুকের মাঝে আলতো ছোঁয়ায়।