হেমন্তিকা ॥ কামরুন নাহার রুনু

প্রকৃতির এই পোষ্টঅফিসে
পাতার ভাঁজে হলুদ গাঁদা
সেতুর উপর রোদের হাসি
সোনার বেশে হেমন্তিকা।

 

শেষ বিকালে রাখালছেলে
ডাঙগুলি আর গোল্লাছুটে
মেতে থাকে খেলার ছলে
সোনার জামা গায়ে মেখে।

bdmetronews

হরীতকী আর পিপুল গাছে
গোপন আঁচল মেলে ধরে
বাঁশের ঝাড়ে নদীর পাড়ে
গোধূলি তার রঙের তারে।

 

রাত ঘনালে পেঁচা ডাকে
মনের সুখে হেমন্তকে
চাঁদের বুকে জ্যোৎস্না হাসে
রঙে রঙে বুক ভাসিয়ে।

mkti6bj

অঘ্রাণের এই নীল কুয়াশায়
নতুন ধানের গন্ধ আসে
ডুবে ডুবে শামুক নাচে
নদীর জলে শ্যাওলাতলে।

 

কেশ এলিয়ে হাসছে দেখ
বালিহাঁস আর চরের বালি
মাছের নেশায় বকের চোখে
আলোর খেলা খুঁটাখুঁটি।

 

হেমন্তের এই কোমল হাওয়ায়
মন ভিজে যায় মন-মানসির
লাজুক ঋতু মন ছুঁয়ে যায়
বুকের মাঝে আলতো ছোঁয়ায়।

Print Friendly, PDF & Email

Related Posts