শেষ হলো এপিজে বাংলা সাহিত্য উৎসব

বিডিমেট্রোনিউজ ডেস্ক আক্সফোর্ড বুকস্টোর ও পত্রভারতীর যৌথ উদ্যোগে এপিজে বাংলা সাহিত্য উৎসব শুরু হয় ২০১৫ সালে। গত বছরের মতো এবারও গল্প উপন্যাস থেকে কবিতা, রম্যরচনা থেকে সিনেমা, গান– এই সবকিছু নিয়ে নানাবিধ বিতর্ক-আড্ডার মধ্যে দিয়ে চলে দুদিন ব্যাপী জমজমাট উৎসব।

গতকাল প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন কবি শঙ্খ ঘোষ। অনুষ্ঠানে যোগ দেন বাংলাদেশের স্বনামধন্য লেখিকা সেলিনা হোসেন। ছিলেন নবনীতা দেবসেন, সঞ্জীব চট্টোপাধ্যায় প্রমুখ।

শনিবার অনুষ্ঠানের দ্বিতীয় তথা শেষ দিনএও ছিল নানা বিষয়ের তর্ক এবং সাহিত্য আড্ডা। আড্ডায় অংশগ্রহণ করেছেন শীর্ষেন্দু মুখোপাধ্যায়, রঞ্জন বন্দ্যোপাধ্যায় প্রচেত গুপ্ত, শ্রীজাত, বিনোদ ঘোষাল ও আরও অনেকে।

Print Friendly, PDF & Email

Related Posts