ম্যান বুকার পুরস্কার পেলেন মার্কিন নাগরিক

বিডিমেট্রোনিউজ ডেস্ক মার্কিন নাগরিক হিসেবে প্রথম ম্যান বুকার পুরস্কার পেলেন পল বিটি। বর্ণবাদ নিয়ে ব্যঙ্গাত্মক উপন্যাস ‌দ্য সেলআউট-এর জন্য পুরস্কারে ভূষিত হয়েছেন তিনি। আজ বুধবার বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, উপন্যাসটি এক তরুণ কৃষ্ণাঙ্গকে ঘিরে আবর্তিত হয়েছে যে লস অ্যাঞ্জেলসের এক শহরতলীতে বর্ণবাদ ও দাসত্ব পুনরায় বহাল করতে চেয়েছে।

বিচারকদের প্রধান অ্যামান্ডা ফোরম্যান বলেছেন, সমাজের প্রচলিত ট্যাবুকে এই বইটিতে ব্যবচ্ছেদ করা হয়েছে। মঙ্গলবার লন্ডনের গিল্ডহলে একটি অনুষ্ঠানের মাধ্যমে বিটির পুরস্কার পাওয়ার ঘোষণা দেয়া হয়। বিটি ডাচেস অব কর্নওয়ালের কাছ থেকে ৫০ হাজার পাউন্ড পেয়েছেন।

Print Friendly, PDF & Email

Related Posts