আশেক মনজুরের সঙ্গীতে গাইলেন অনুপম-অণ্বেষা

বিডি মেট্রোনিউজ ।। তরুণ সঙ্গীত পরিচালক আশেক মনজুর দেশের গন্ডি পেরিয়ে দেশের বাইরের শিল্পীদের কাছেও নিজেকে মেলে ধরার প্রয়াস পাচ্ছেন। সম্প্রতি তার পরিচালনায় গান গাইলেন ওপার বাংলার স্বনামধন্য শিল্পীরাও। খ্যাতিসম্পন্ন গায়ক নচিকেতা তার পরিচালিত গানে কণ্ঠ দেওয়ার পর প্রশংসায় পঞ্চমুখ হলেন।

এবার তার সঙ্গীত পরিচালনায় গান গাইলেন হালের জনপ্রিয় গায়ক অনুপম রায়। ‘যাযাবর’ নামের একটি চলচ্চিত্রের জন্য এই গানগুলো তৈরি করছেন আশেক। এ ছাড়াও নচিকেতা ও অণ্বেষার দুটি গান করেছেন তিনি।

নিজের নতুন প্লে-ব্যাকে ওপার বাংলার গায়কদের অংশগ্রহণ প্রসঙ্গে আশেক বলেন, গুণী কণ্ঠশিল্পীদের তো কোনো দেশ থাকে না। সেই হিসেবে আমি কাজগুলো করতে পেরে দারুণ এক অভিজ্ঞতা অর্জন করেছি। আশা করছি চমত্কার এই গানগুলো দর্শক-শ্রোতাদের ভালো লাগবে।’

আশেক মনজুরের সঙ্গীত পরিচালনায় ‘চুপটি করে’ শিরোনামের গানটি গাওয়ার পর গানটি সম্পর্কে নচিকেতা বলেন, ‘এ যুগের মতই হয়েছে গানটির কম্পোজিশন আর কথা গুলোও চমৎকার , গেয়ে ভালো লাগল।’

তার সঙ্গীত পরিচালনায় ‘তোকে চাইছি’  শিরোনামের গানটি গাওয়ার পর গানটি সম্পর্কে শিল্পী অন্বেশা বলেন, ‘খুব মিষ্টি একটা গান হয়েছে . প্রত্যেক বয়সের মানুষের কাছে ভালো লাগবে আমার বিশ্বাস।’

তার সঙ্গীত পরিচালনায় ‘প্রেমের গল্প’  শিরোনামের গানটিতে দ্বৈতভাবে কণ্ঠ দিলেন অনুপম রয় এবং কণা। গানটি সম্পর্কে শিল্পী অনুপম বলেন, ‘অন্যরকম একটা প্রেমের গান, আমার গান সবসময় যেমন হয় তার থেকে অনেকই আলাদা । অন্যের কম্পোজিশনে খুব কমই গান করা হয় আমার । ভাল লেগেছে দেখেই গাইলাম।’

আর গানগুলোর কথা ও সুর ফয়সাল রদ্দির। গানগুলো কলকাতার সনিক সলিউশন স্টুডিওতে রেকর্ড করা হয়। কেবল কণার কণ্ঠ রেকর্ড করা হয় বাংলাদেশের মাই ল্যাব স্টুডিওতে।

যাযাবর চলচ্চিত্রে আশেক এর পরিচালনায় থাকছে মোট ছয়টি গান। ছবিটি পরিচালনা করছেন আসিফ ইসলাম ও ফয়সাল রদ্দি।

Print Friendly, PDF & Email

Related Posts