মওদুদের বই ‘বাংলাদেশ এরা অব শেখ মুজিবুর রহমান’

বিডি মেট্রোনিউজ ।। সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতি ভবনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদের দুটি বইয়ের মোড়ক উন্মোচন ও প্রদর্শনী হয়েছে।

বুধবার দুপুরে ভবনটির নিচতলায় মওদুদ আহমদের বই ‘বাংলাদেশ এরা অব শেখ মুজিবুর রহমান’ ও ‘বাংলাদেশে গণতন্ত্র ১৯৯১- ২০০৬’ বইয়ের মোড়ক উন্মোচন হয়। প্রথম বইটি ইংরেজিতে লিখিত। দ্বিতীয় বইটি ইংরেজি থেকে ভাষান্তর করেছে জগলুল আলম।

অনাড়ম্বর পরিবেশে সুপ্রিমকোর্ট ভবনের প্রধান ফটকের পাশে একটি টেবিলে এই দুটি বইয়ের মোড়ক উন্মোচন এবং আরও কয়েকটি বইয়ের প্রদর্শনী হয়। সাবেক উপরাষ্ট্রপতি মওদুদ আহমদ একটি চেয়ারে বসে বইগুলোর ক্রেতাদের অটোগ্রাফ দেন।

প্রদর্শনীতে ব্যারিস্টার মওদুদ আহমদের বাবা মাওলানা মমতাজ উদ্দিন আহমদের দুটি বইও ছিল। এ দুটি বইয়ের নাম , ‘নবী পরিচয়’ ও ‘কোরআন পরিচয়।’

Print Friendly, PDF & Email

Related Posts