কাজী রিয়াজুল ইসলাম
(কৃতজ্ঞ প্রফেসর ড. মিজানুর রহমান-এর কাছে)
ক্যামেরাবন্দী স্বহাসির সুবিশাল নীলাকাশটা দেখে
সেকী এক নীরব সবুজ গভীরঅরণ্য হয়ে যাই
কোনোই ছন্দ-উপমার অলংকার এই মুখ থেকে
বের হল না; অবিরাম সুতো ছাড়ে স্বপ্নের লাটাই।
রোজই দেখি কত মানুষের সুখানন্দের হাসির কর্ষণ
কিন্তু কখনো দেখিনি নিজেরটা নিজেই। আসলে,
এ তো সম্ভবও নয়; কেননা তখন কোনো দর্পণ
থাকে না সম্মুখে, থাকলেও সেই দিকে যায় না মন।
অবশ্য মাঝে মাঝে ড্রেসিংটেবিলের সম্মুখে দাঁড়িয়ে
কেমন দেখা যায় হাসলে করি তার পোস্টমর্টেম;
আসলে, কৃত্রিম অভিনয় ইনিয়ে বিনিয়ে-
তার মাঝে কখনো কী পাওয়া যায় জীবনের ফ্রেম?
একদিন বলেছিলে ‘আহা, কী সুন্দর তোমার হাসি!’
দিইনি পাত্তা কোনোই অভিনয় ভেবে এই উদাসী;
প্রিয়তমা, তোমার সেই মনের কথার রূপ-শ্রী
না দেখেই করল ক্যামেরাবন্দী এক আলোকচিত্রী।
#