সাংবাদিক মারধরের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ

বিডিমেট্রোনিউজ ডেস্ক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ডেইরি গেটে চাঁদাবাজির তথ্য অনুসন্ধান করতে গিয়ে ছাত্রলীগ কর্মীদের মারধরের শিকার হয়েছেন জাবি প্রেস ক্লাবের কার্যকরী সদস্য মোহাম্মদ মুসা।

এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে মারধরকারী ছাত্রলীগ নেতাদের দ্রুত বিচার দাবি করেছেন জাবি প্রেস ক্লাবের সভাপতি রিজু মোল্লা ও সাধারণ সম্পাদক তানজিদ বসুনিয়া।

প্রেস ক্লাবের কার্যকরী সদস্য মোহাম্মদ মুসাকে মারধরের ঘটনার নিন্দা জানিয়ে সাধারণ সম্পাদক তানজিদ বসুনিয়া বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের মত জায়গায় এ ধরণের ঘটনা একেবারেই অনাকাঙ্খিত, দুঃখজনক ও ন্যাক্করজনক। যথাযথ তদন্তের মাধ্যমে হামলাকারী উচ্ছৃঙ্খল ছাত্রলীগ কর্মীদৈর উপযুক্ত বিচার দাবি করছি।’

সভাপতি রিজু মোল্লা বলেন, ‘সাংবাদিকরা সত্যানুসন্ধান করতে গেলে কিছু কুচক্রী মহল নিজেদের দোষ ঢাকতে সাংবাদিকতায় বাঁধা দেয় এবং তাদেরকে দমিয়ে রাখতে চায়।  আটককৃত চাঁদাবাজকে প্রশাসনের হাতে তুলে না দিয়ে ছাত্রলীগ কর্মীরা নিজেরাই মারধর শুরু করে যেটা অন্যায়। এভাবে নিজেদের হাতে আইন তুলে নেয়া এবং সাংবাদিককে মারধর নিন্দনীয়। এ ঘটনায় প্রশাসনের কাছে দ্রুত বিচার দাবি করছি।’

 

সূত্র : ইলিয়াস আহমেদ খান  প্রচার ও প্রকাশনা সম্পাদক  জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাব

Print Friendly

Related Posts