সুচিদের মানচিত্রে [] শিউল মনজুর

শিউল মনজুরের তিনটি কবিতা

এক. সুচিদের মানচিত্রে

দেখে তো মনে হলো এরা জঙ্গল থেকে নেমে আসা বাঘ ও ভাল্লুকের মতই হুংকার দিচ্ছে; ক্ষুধার্ত নিরীহ মানবতার সাথে মৃত্যু মৃত্যু খেলছে।
দেখে তো মনে হলো এরা জল থেকে উঠে আসা হাঙ্গরের মতই। কখনই যেনো তারা জীবনের স্পন্দন শুনে নি। ভুল করে লোকালয়ে এসে তাড়া করছে মানবতাকে।
জন্তু ছাড়া, কী করে তাদেরকে মানুষ বলি?

এখন সত্যি সত্যি মনে হচ্ছে, সুচিদের মানচিত্রে সভ্যতার গোলাপি সৌরভ আজও পৌঁছেনি!

দুই. ঘুরে দাঁড়াতে হবে

দাঁড়াতে হবে। ঘুরে দাঁড়াতেই হবে। সাহসী যোদ্ধারা যেভাবে দাঁড়ায়। আবারো ফিরে তাকাতে হবে, বসত ভিটারদিকে, স্বপ্ন নিয়েই ফিরে তাকাতে হবে, প্রিয় স্বদেশের দিকে। স্বদেশের জন্যই বাড়িয়ে দিতে হবে হাত। এখনো যারা বন্দুকের নলের সামনে দাঁড়িয়ে আছে, তাদের জন্যই ফিরে যেতে হবে। দেশ কারো একার নয়, জন্মভুমির মাটি কারো একার নয়। সৃষ্টিকর্তার পবিত্র ভূমি দানবের জন্য নয়। মানবতার জন্য, মানুষের জন্য, ফুল ফুটানোর জন্য, রাজত্বকায়েমের জন্য নয়।
দাঁড়াতে হবে, সাহসীযোদ্ধার মতন দাঁড়াতে হবে। পালিয়ে আসা মানে বেঁচে যাওয়া নয়; অসীম সাহস নিয়ে পূনরায় দানবের বিরুদ্ধে দাঁড়ানোর জন্যই ফিরে যাওয়া।

তিন. বুকের দরজা খুলে দাও

তোমার বুকের দরজা খুলে দাও। সীমানা প্রাচীর বলে কিছু নেই। বিশ্বমানবতা তোমার দরজায় দাঁড়িয়ে ক্ষুধা ও ভালোবাসায় কাঁদছে। মায়া ও মমতার কোমল হাতে, হৃদয়ের অনুভবে, তাকে ঘুরে দাঁড়াবার একমুঠোসাহস দাও।

ওরা আমাদের শত্রু নয়। একাত্তরের মতো শরণার্থী।

Print Friendly, PDF & Email

Related Posts