বিডি মেট্রোনিউজ ।। ইসলামী সংগীত সংগঠন কলরবের নতুন সেশনের কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। সংগঠনের ১৯ সদস্যের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরামের বৈঠকে এ কমিটি নির্বাচিত হয়। এতে প্রধান পরিচালক হিসেবে পুনর্র্নিবাচিত হয়েছেন রশিদ আহমাদ ফেরদৌস। নির্বাহী পরিচালক হয়েছেন সাঈদ আহমাদ।
রাজধানীর ১৮ পুরানা পল্টনস্থ কলরবের কেন্দ্রীয় কার্যালয়ে অভিভাবক বৈঠকে নির্বাচন অনুষ্ঠিত হয়। কমিটির অন্যান্য নির্বাচিত দায়িত্বশীলরা হলেন, কাজী আমিনুল ইসলাম ও ইমতিয়াজ মাসরুর সিনিয়র পরিচালক, আবু সুফিয়ান ও মুহাম্মদ বদরুজ্জামান যুগ্ম নির্বাহী পরিচালক।
এ ছাড়াও সহযোগী পরিচালক নির্বাচিত হয়েছেন, আমিনুল ইসলাম মামুন, আবু রায়হান, ইয়াসিন হায়দার ও ইলিয়াস হাসান। শিল্প ও সাহিত্য পরিচালক রোকন রাইয়ান, দফতর পরিচালক ওমর আবদুল্লাহ, প্রচার ও প্রকাশনা সাঈদুজ্জামান নুর, সহকারী এনামুল হক, শিশুকিশোর পরিচালক ইকবাল মাহমুদ, সহকারী হুসাইন আদনান ও মাহফুজুল আলম।
এ ছাড়া অর্থ, কেরাত, থিয়েটার ও মিডিয়া বিভাগ পরবর্তী বৈঠকে সমন্নয়ের সিদ্ধান্ত গৃহীত হয়।
উল্লেখ্য ২০০৪ সালে জনপ্রিয় সংগীতশিল্পী আইনুদ্দীন আল আজাদের হাত ধরে প্রতিষ্ঠিত হয় শিশুকিশোর সাংস্কৃতিক সংগঠন কলরব। দেশব্যাপী ইসলামী সংস্কৃতি ও সংগীত ছড়িয়ে দিতে কাজ করছে সংগঠনটি। ইতিমধ্যে সংগঠনটির শিল্পীরা কাজের স্বীকৃতি হিসেবে রাষ্ট্রপতি পদকসহ অসংখ্য পুরস্কারে ভূষিত হয়েছেন।বিজ্ঞপ্তি