বিডিমেট্রোনিউজ ॥ রবীন্দ্র জার্নাল আয়োজিত ও দাগ’র সহযোগীতায় আগামী ৬ ডিসেম্বর, মঙ্গলবার ২০১৬ তারিখে, বিশ্ব সাহিত্য কেন্দ্রে ‘সাম্প্রদায়িকতার বিরুদ্ধে ১০০ কবির কণ্ঠে কবিতা পাঠের আসর’ আলোচনা ও দাগ সাহিত্য পুরস্কার-২০১৬ প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
উক্ত অনুষ্ঠান উদ্বোধন করবেন বাংলা একাডেমির মহাপরিচালক, ড. শামসুজ্জামান খান। প্রধান অতিথি থাকবেন বিশ্বকবি রবীন্দ্রনাথ কৃষি প্রযুক্তি ইনস্টিটিউটের চেয়ারম্যান ও রবীন্দ্র জার্নালের সম্পাদক, মো:ইসরাফিল আলম এমপি।
সভাপতিত্ব করবেন কথা সাহিত্যিক সেলিনা হোসেন। পুরস্কার ও সনদ প্রদান করবেন বিশ্ব সাহিত্য কেন্দ্রের চেয়ারম্যান অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ।
উপস্থিত থাকবেন, কবি আসাদ চৌধুরী, কবি হেলাল হাফিজ, কবি মাকিদ হায়দার, কবি অসীম সাহা, কবি বিমল গুহ, কবি নাসির আহমেদ, কবি সোহরাব পাশা, কবি গোলাম কিবরিয়া পিনু, কবি খালেদ হোসাইন, শিশুসাহিত্যিক, আনজীর লিটন, কবি জাফর আহমেদ রাশেদ, কবি শামীম রেজা সহ দেশ-বিদেশের শতাধিক নির্বাচিত কবিবৃন্দ।
রবীন্দ্র জার্নালের পক্ষে ও দাগ সাহিত্য পুরস্কার-২০১৬ পাচ্ছেন কবি খালেদ হোসাইন (কবিতায়), সাহিত্যিক সালাম সালেহ উদদীন (ছোটগল্পে), ছড়াকার আনজীর লিটন (শিশুসাহিত্যে), কবি জব্বার আল নাঈম (তরুণ, কবিতায়), আবুহেনা মোস্তফা কামাল (গ্রামউন্নয়ন, সমাজসেবক ও তরুণ সংগঠক) হিসেবে।
অনুষ্ঠানের প্রকাশনা পার্টনার দেশ পাবলিকেশন্স।