ঘুম এক রাজবাড়ি

শেখ নজরুল

 

ঘুম, এক অপরূপ রাজকন্যা
সীমাহীন সুন্দর, প্রত্যাশিত বন্যা
জুড়ি নেই তার দু চোখ নোয়াতে
বলে সে কাছে এসে ঠোঁট ছোঁয়াতে
তখন স্বর্গ নামে চোখের পাতায়
দেবতা সে ছবি আঁকে নিজের খাতায়

 

 

ঘুম এক রাজবাড়ি, রাজার মুকুট
চোখের আদরছোঁয়া প্রেমের চিরকুট
না পড়েই বোঝা যায় মনের কথা
ঘুম, বিদীর্ন চিৎকারে গভীর নীরবতা
তখন সে ফুল, তখন সে শান্ত-নদী
চুপচাপ অপেক্ষা তার-জন্ম অবধি!

 

 

ঘুম, প্রিয় জননীর সুগন্ধি আদর
শীতের ওম নেয়া রূপালি চাঁদর
নিজস্ব গোলকে থাকা বিষধর সাপ
ঘুমের ভেতরে খুনিও কত নিঃস্পাপ!

nazrul

Print Friendly, PDF & Email

Related Posts