বিডি মেট্রোনিউজ ।। ‘জীবনানন্দ হয়ে সংসারে আজো আমি/ সব কিছু ভুলে যেন করিলেম দেন/ তুমিও তো বেশ আছো, ভালোই আছো/ কবিতায় পড়া সেই বনলতা সেন।’ নিয়াজ মোহাম্মদ চৌধুরীর কন্ঠে মন কেড়ে নেওয়া এই গানের কথা ওসমান শওকত এর। অনেক জনপ্রিয় গানের গীতিকার এই ওসমান শওকত।
এবার এক ব্যতিক্রম সৃজনশীল গীতি আলেখ্য উপহার দিতে যাচ্ছেন এই জনপ্রিয় গানের গীতিকার।
‘সাহসের ভূমিপুত্র’ শিরোনামের এই গীতি আলেখ্যটি সম্পূর্ণ দেশের গানের উপর নির্মিত। গীতি আলেখ্যটির সকল গান ওসমান শওকত এর রচনা। সুর প্রখ্যাত সুরকার মোঃ শাহনেওয়াজ এর। একই গীতিকার এবং একই সুরকারের বিগত ৩ দশক ধরে লিখিত-সুরারোপিত গীত নিয়ে তৈরি হয়েছে এই গীতি আলেখ্য। প্রতিটি গান বাংলাদেশ টেলিভিশনে প্রথম প্রচারিত। সময় ১৯৮৪ থেকে ২০১৫ ইংরেজি পর্যন্ত। একাধিক গান মূল, শিল্পীর স্থানে অন্য কেউ গেয়েছেন।
শুধুমাত্র ‘জয় বাংলা’ গানটিতে সুর ও কণ্ঠ দিয়েছেন মঞ্জু ও তারেক। বিগত ৩ দশকের মধ্য থেকে বেছে নেয়া এ গানগুলো শুধুমাত্র দেশের গানে তৈরি গীতি আলেখ্যের ভুবনে এক নতুন মাত্রা যোগ করেছে। সম্ভবত এ ধরনের প্রয়াস এটাই প্রথম। ধারাবর্ননা লিপিবদ্ধ করেছেন ওসমান শওকত নিজেই। মূল উপজীব্য বোঝানো হয়েছে যে, এদেশে ভূমিপুত্র অনেক। কিন্তু ‘সাহসের ভূমিপুত্র’ একজনই।
ধারা বর্ননায় কণ্ঠ দিয়েছেন ইয়াসমীন আলী, কিংশুক এবং মিনু আনাহোলি। টাঙ্গাইলের ‘আমরা করবো জয়’ এই গীতি আলেখ্য নিয়ে অচিরেই মঞ্চে’ আসছে। ৪২ মিনিটের এই ‘ত্রপিক’-এ সকল গানের কোরিওগ্রাফার হিসেবে কাজ করেছেন রনি চৌধুরী।
গানগুলো:
১. গীত-একটি বজ্রকণ্ঠ থেকেই বাঙ্গালীর উত্থান, শিল্পী সুবীর নন্দী
২. গীত-আমার মায়ের ইতিহাস আমার মাটির ইতিহাস, শিল্পী বাদশা বুলবুল
৩. গীত-সোনামুখি সুই দিয়ে সিলাই করা কাজ, শিল্পী শিমুল ইউসুফ
৪. গীত-একাত্তুরের বিচ্ছু, শিল্পী কিরণ চন্দ্র রায়
৫. গীত-হাযার নদীর পানি দেখি রক্তেরই বরণ, শিল্পী শাহনাজ রহমতউল্লাহ
৬. গীত-ছেলেটা সাওতালি, শিল্পী আমীন
৭. গীত- না যাইও না যাইও বন্ধে বৈদেশে না যাইও, শিল্পী বেবী নাজনীন
৮. গীত-তোমরা জিজ্ঞাসা কেউ করোনা এই বুকের খবর, শিল্পী সামিনা চৌধুরী
৯. গীত-সবুজের মাঝে লাল পতাকা নিয়ে, শিল্পী অনেকে
১০. গীত-জয় বাংলা, শিল্পী মঞ্জু ও তারেক
ইতোমধ্যে এক একটি গানের কোরিওগ্রাফি মঞ্চে প্রদর্শিত হওয়ার পর সর্বমহলে প্রশংসিত হয়েছে। এই বিজয়ের মাস ডিসেম্বরেই সম্পূর্ণ গীতি আলেখ্যটি, ‘আমরা করবো জয়’ সর্বসাধারণের জন্য মঞ্চে নিয়ে আসবে।