এককভাবেই পৌরভোটে আওয়ামী লীগ

বিডি মেট্রোনিউজ ।। আওয়ামী লীগ এককভাবেই নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্ত নিয়েছে। ৩৫টি পৌরসভায় আওয়ামী লীগের বিরুদ্ধে প্রার্থী দিয়েছে জোটের শরিক দুটি রাজনৈতিক দল। এর মধ্যে জাসদ দিয়েছে ২৬টি এবং ওয়ার্কার্স পার্টি ৯টি। দল দুটি এই ৩৫টি পৌরসভায় আওয়ামী লীগের সমর্থন চায়। তবে ভেতরে ভেতরে শরিকদের সঙ্গে আলোচনা চলছে। এদিকে জোটের শরিক ছয়টি রাজনৈতিক দল নির্বাচনে কোন প্রার্থী মনোনয়ন দেয়নি। তারা কাকে সমর্থন দেবে সেই বিষয়টি এখনো স্পষ্ট নয়।

সূত্র জানায়, জোটগতভাবে পৌরসভা নির্বাচন করার জন্য গত দুই সপ্তাহ আগে ১৪ দলীয় জোটের মুখপাত্র মোহাম্মদ নাসিমের কাছে

দাবি জানিয়েছিলেন ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও জাসদের সভাপতি হাসানুল হক ইনু। ওই সময় নাসিম বিষয়টি আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে জানাবেন বলে তাদের আশ্বস্ত করেছিলেন। কিন্তু গত বুধবার আওয়ামী লীগের স্থানীয় সরকার/পৌর মেয়র মনোনয়ন বোর্ডের সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এককভাবে স্থানীয় নির্বাচন করার পক্ষে যুক্তি তুলে ধরে বলেন, স্থানীয় নির্বাচন এককভাবে করলে তৃণমূলে দলগুলোর নেতৃত্ব তৈরি হবে।
এদিকে, আওয়ামী লীগ মনোনীত একক প্রার্থীদের উপর বিদ্রোহী প্রার্থীদের পাশাপাশি শরিক দলগুলোর প্রার্থীরা বাড়তি চাপ হিসেবে হাজির হয়েছে।
ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন জানান, ১৫ দলের জোটগতভাবে পৌরসভা নির্বাচনের কোন সিদ্ধান্ত হয়নি। এ কারণে ওয়ার্কার্স পার্টি ৯টি পৌরসভায় মেয়র প্রার্থী দিয়েছে।
ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরো সদস্য আনিসুর রহমান মল্লিক বলেন, আমরা এককভাবে পৌর নির্বাচনে অংশ নিচ্ছি। জাসদের সাধারণ সম্পাদক শরীফ নূরুল আম্বিয়া জানান, ২৬টি পৌরসভায় মেয়র পদে একক প্রার্থী মনোনয়ন দিয়েছে জাসদ। জোটগতভাবে নির্বাচনের কোন সিদ্ধান্ত নেই। তবে আওয়ামী লীগ আমাদের ২৬টি আসন ছেড়ে দিলে জোটগতভাবে নির্বাচন করবে জাসদ।

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য নূহ-উল-আলম লেনিন বলেন, কোনো স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগ জোটবদ্ধ হয়ে নির্বাচনে অংশগ্রহণ করবে না। এটি শুধু পৌরসভা নির্বাচনে নয়; সব স্থানীয় নির্বাচনেই আওয়ামী লীগ এককভাবে নির্বাচনে অংশ নেবে। তিনি বলেন, যেহেতু পৌরসভা নির্বাচন কেন্দ্রীয় সরকার গঠনের কোনো নির্বাচন নয়, তাই এই স্থানীয় নির্বাচনে সকল রাজনৈতিক দলের এককভাবে নির্বাচন করা উচিত।

Print Friendly, PDF & Email

Related Posts