একাত্তর আমার মহাকাব্য, আমি তো তাকেই নিয়ে ভাববো

 শেখ নজরুল

একাত্তর আমার মহাকাব্য
আমি তো তাকেই নিয়ে ভাববো
তাঁকে পড়বো, তাঁকে লিখবো
তার কাছে জীবন শিখবো
তার চেতনায় জেগে থাকবো
আমি তো তাকেই নিয়ে ভাববো।

 

একাত্তর আমার জীবনের গল্প
সে তো আমার চেতনার রূপকল্প
তার ছবি আঁকবো, তার বুকে ভাসবো
তার প্রেমের টানে ফিরে আসবো
আমি তো তাকেই নিয়ে ভাববো।

 

একাত্তর আমার হৃৎস্পন্দন
সে তো আমার সুরভিত চন্দন
সে আমার সাঁতার শেখানো নদী
মিশে রাখে সে দুকুল অবধি
আমি সেই মাতৃমুখে চেয়ে থাকবো
আমি তো তাকেই নিয়ে ভাববো

 

একাত্তর আমার কাঙ্ক্ষিত নারী
আমার ক্ষুধার দারুণ আহারী
সে আমার রূপায় মাখা শস্য
আমি তো তাকেই ভাবি নমস্য
আমি সেই ফসলের গন্ধ মাখবো
আমি তো তাকেই নিয়ে ভাববো।

 

একাত্তর আমার মহাকাব্য
আমি তো তাকেই নিয়ে ভাববো।

Print Friendly, PDF & Email

Related Posts