শিউল মনজুর []
মহান বিজয় দিবস আমাদের মূল চেতনার অংশ। নয় মাসের রক্তক্ষয়ী সংগ্রামের মধ্যদিয়ে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বিশ^ মানচিত্রে বাংলাদেশ নামক রাষ্ট্রের জন্ম হয়। যে কারণে এ দিনটি আমাদের জন্যে গৌরবের ও অহংকারের। প্রতি বৎসর এ দিনটিকে আমরা নানাভাবে স্মরণ করি।
এ দেশের কবি সাহিত্যিকরাও নানা প্রকাশনা ও অনুষ্ঠানের মধ্যদিয়ে দিনটিকে স্মরণীয় করে তোলার চেষ্টা করেন। এই মহান বিজয় দিবসকে স্মরণীয় করে তোলার লক্ষে তেমনি কোর্টচাঁদপুর থেকে বেরিয়েছে, সাহিত্যের আকর্ষণীয় কাগজ কিংশুক।
গল্পকার জিয়ারুল হোসেন সম্পাদিত ৭২ পৃষ্টার এ সমৃদ্ধ সংখ্যাটিতে দেশের নামীদামী প্রবীণ ও নবীণ লেখকরা কবিতা গল্প ও প্রবন্ধ লিখেছেন। পাশাপাশি কিংশুক-এ বই আলোচনা ও কোর্টচাঁদপুর সাহিত্য পরিষদ ও এর প্রকাশনা নিয়েও একটি প্রতিবেদন রয়েছে।
পঞ্চাশ টাকা মূল্যের মূল্যবান সংখ্যাটির সুন্দর প্রচ্ছদ আমাদের শুধু মন আকৃষ্ট করে না এর চিত্র আমাদের একাত্তরের মহান মুক্তিযুদ্ধকেও স্মরণ করিয়ে দেয়।
কিংশুক’র এই বিজয় দিবস সংখ্যায় কবিতা লিখেছেন কামাল মাহমুদ, রেজাউদ্দিন স্টালিন, সাব্রী সাবেরিন, পদ্মনাভ অধিকারী, অনিন্দিতা মুক্তা, চঞ্চল শাহরিয়ার, আযাদ কালাম, শাহিন হাসান, চৌধুরী ফরিদ আহমেদ, বি. আশিক বিশ্বাস, স্বপন মোহাম্মদ কামাল, বিমল ভৌমিক, অঞ্জন মেহেদী, ডাঃ শামীম রেজা, ড. কৃষ্ণপদ মন্ডল, মিতুল সাইফ, দীপক সাহা, রুহুল আমিন সিদ্দিকি, কাজী মাহমুদুর রহমান, দুলাল মুখার্জী, মো. তবিবুর রহমান খান, রাজিয়া আক্তার রেখা, সুবর্ণ আস সাইফ, আব্দুল মান্নান খান, অরা মন্ডল, বিশ্বনাথ অধিকারী, অনিরুদ্ধ রায়হান, নয়ন বিশ্বাস, মশিয়ার রহমান, মুহাম্মদ আব্দুল মাজেদ সৈয়দ, নজরুল মাস্টার।
গল্প লিখেছেন আব্দুল্লাহ আল ইমরান, কাজী আব্দুর রহিম, মানু মান্নান, জিয়ারুল হোসেন, মোছাম্মত আনোয়ারা খাতুন।
কিংশুক- স্থান পাওয়া একমাত্র প্রবন্ধটি লিখেছেন আহমদ রাকীব। কিংশুক এ সব গল্প কবিতা ও প্রবন্ধের মধ্যদিয়ে মুক্তিযুদ্ধের বিভিন্ন বিষয়ের সাথে ব্যক্তি মানসের প্রেম বিরহ চাওয়া পাওয়া ও সমাজের নানা বাস্তবতা প্রকাশ পেয়েছে।
বিশেষ করে আহমদ রাকীব লিখিত ইতিহাসের পাতা থেকে বিষয়খালী-১৯৭১ শিরোনামের প্রবন্ধে মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে অত্র অঞ্চলের নানা ঘটনা উঠে এসেছে যা পাঠে আমাদেরকে আবেগ আপ্লুত করে। এ অঞ্চলে মুক্তিযুদ্ধে নিহত ও অংশগ্রহণকারী নারী-পুরুষের প্রতি আমাদের শ্রদ্ধা বেড়ে যায়। তথ্যবহুল এ প্রবন্ধটি নতুন প্রজন্মকে দেশ প্রেমে উৎসাহিত ও অনুপ্রাণিত করবে ।
তা ছাড়া কাজী আব্দুর রকীব এর জীবনতত্ত্ব শিরোনামের মুক্তিযুদ্ধ বিষয়ক চমৎকার গল্প পাঠকালে মনকে ভীষণ রকম নাড়া দেয়। সেই সাথে বেশ কিছুর কবির নান্দনিক কবিতা পাঠককে মুগ্ধ করবে বলা যায়। কবি চঞ্চল শাহরিয়ারের বই আলোচনাটিও ঝরঝরে এবং গুরুত্বপূর্ণ। আশা করা এই আলোচনা কবি অনিন্দিতা মুক্তাকে নতুন কবিতা সৃষ্টিতে প্রেষিত করবে। কিংশুকের আগামি সংখ্যা আরো গুরুত্বপূর্ণ, সুন্দর ও পরিচ্ছন্ন হবে এই প্রত্যাশা করি। বিজয় দিবস সংখ্যা উপহার দেবার জন্যে কিংশুক সম্পাদক ও কিংশুক পরিবারের সকলকে অভিনন্দন।
শিউল মনজুর কবি ও কথাসাহিত্যিক।