নিউইয়র্কে শত কন্ঠে বিজয়ের কবিতা

বিডিমেট্রোনিউজ ডেস্ক নিউইয়র্কে শত কন্ঠে ২য় ‘বিজয়ের কবিতা’ পাঠের অনুষ্ঠান গত ১৬ ডিসেম্বর সন্ধ্যা সাড়ে ৬টায় নিউইয়র্কের এষ্টোরিয়ার ক্লাব সনমে অনুষ্ঠিত হয়েছে। নিউইয়র্ক প্রবাসী কবি, লেখক ও সাহিত্যসেবীদের সহযোগীতায় দ্বিতীয়বারের মত শত কবির কন্ঠে বিজয়ের কবিতার অনুষ্ঠানটির সার্বিক উপস্থাপনা ও পরিচালনা করেন কবি ও প্রাবন্ধিক এবিএম সালেহ উদ্দীন।

 

সহযোগী সঞ্চালনায় ছিলেন কবি লুভনা কাইজার এবং কবি, গল্পকার ও প্রাবন্ধিক ছন্দা বিনতে সুলতান। উদ্বোধনী ভাষণ দেন কবি নূর জাহান কাদের। স্বাগত বক্তব্য রাখেন সাবেক সাংসদ, মুক্তিযোদ্ধা ও কবি লিয়াকত আলী । সমাপনী বক্তব্য রাখেন ক্লাব সনমের স্বত্তাধিকারী ও সাংস্কৃতিক সংগঠক খন্দকার তওফিক কাদের।

n-1
সনম টিভি’র সৌজন্যে অনুষ্ঠিত শত কন্ঠের বিজয়ের কবিতার অনুষ্ঠানে স্বরচিত কবিতা পাঠ এবং কবিতা আবৃত্তি করেন – লিয়াকত আলী, ড, মাহবুব হাসান, সালেম সুলেরী, কীরণ, কবির আনোয়ার সেলিম, সৈয়দ আহমেদ জুয়েদ, নাসরীন চৌধুরী, মিশুক সেলিম, কামনা হাসান, সুলতানা খান, রওশান হাসান,কাজী জহিরুল ইসলাম, কামরুন্নার ডলি, আবদুল্লাহ জুবায়ের, মেহের চৌধুরী, আতিকুর রহমান সাল, মনিকা রায়, রুবিনা শিল্পী, সেলিম ইব্রাহীম, আশরাফ হাসান, লুৎফর রহমান,
নাসিমা আখতার, আবু রায়হান, সবিতা দাস, হাবিব ফয়েজী, নুরুল মোস্তফা রইসী, স্বপ্ন কুমার, মাকসুদা আহমেদ, সাম্মী আখতার, মাহমুদুল হক চৌধুরী, আবদুল আজীজ, অধ্যক্ষ আজিজুল হক মুন্না, আবদুর রহীম হাওলাদার, গিয়াস আহমেদ, আবদুস শহীদ, নাসিমা আখতার ।
অনুষ্ঠনের প্রারম্ভে ১৯৭১-এর মহান মুক্তিযোদ্ধ ১৯৫২-এর মহান ভাষা আন্দোলন সহ আজ পর্যন্ত সকল গণতান্ত্রিক আন্দোলনে নিহতদের শহীদদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।
রাত ১১টায় সমবেত কন্ঠে জাতীয় সংঙ্গীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

 

হাকিকুল ইসলাম খোকন, বাপসনিউজ

Print Friendly, PDF & Email

Related Posts