শাহরিয়ার সোহেল
হেমন্তের পাতাঝরা সোনালি দিনে
মধুকবির কথা মনে পড়ে
ঝরে পড়ছি ক্রমশ সূর্যের হাতছানি
সূর্যের চোখে-মুখে ঝাঁক ঝাঁক বিষের বারুদ
ঢলে পড়ি ঝর্ণার মতো বিবিক্ত ঔরসে
পাহাড়ের থেকে উঁচু হতে পারিনি
ঢালু স্রোত সমতল থেকে নিম্নভূমিতে প্লাবিত
বৃষ্টির ফোঁটা আমাকে কাঁদায়
জীবন ঘষে জ্বলে ওঠে তীব্র আগুন
মুখগহ্বর থেকে প্রকাশিত শব্দ প্রতিটি পরিহাস
এ জীবন ভোর নয় শুধু বিভীষিকাময় তুমুল রাত
মধুকবি, কত জঘন্য হত্যা বিরান প্রান্তর জুড়ে
হাহাকারের ঢেউগুলি সাপের ফণার
মতো ধেয়ে আসে তেড়ে
আকাশের তারাগুলি ঊর্ধ্বাকাশে মিটি মিটি জ্বলে
অনেক উঁচুতে চোখ দুর্বল পা কঠিন মাটিতে
বেলুনের মতো উড়বো কবে নিরবে নিভৃতে
উজ্জ্বলতা ধূসর ক্রমশ কেবল পরিহাস
স্তব্ধ হয়ে আসে পৃথিবী জুড়ে সবুজ প্রশ্বাস
নিজের ভেতরে নিজে ধসে পড়ি বারবার
হেমন্তের পাতাঝরা দিনে মনে পড়ে তোমাকে আবার