বিডি মেট্রোনিউজ ।। অবশেষে ধরা পড়লেন সালমান। কথিত বাগদত্তার সঙ্গে ক্যামেরায়ই ধরা পড়লেন তিনি। সালমান খানের সঙ্গে তার রোমানিয়ান মডেল লুলিয়া ভান্টুরের সম্পর্কের গুঞ্জন আগেও শোনা গিয়েছিল বলিউডে। এ বার সেই জল্পনা আরও বাড়িয়ে দিলেন তিনি। লুলিয়ার সঙ্গে এক গাড়িতে দেখা গেছে বজরঙ্গি ভাইজান খ্যাত এই সুপারস্টারকে।
গত সোমবার রাতে অভিনেতা বরুণ ধাওয়ানের বাড়ি থেকে এক গাড়িতে বেরোতে দেখা যায় সালমান-লুলিয়াকে। গাড়ির সামনে বসে ছিলেন সালমান। পিছনের সিটে ছিলেন লুলিয়া। যদিও সালমান ছবি তুলতে বারণ করেছিলেন। কিন্তু সালমানের সঙ্গে তাঁর বান্ধবীকে পেয়ে ছবি তোলার সুযোগ কেউ ছাড়েননি।
বলিউডে জোর আলোচনা চলছে, তা হলে কি সত্যিই এ বার লুলিয়ার সঙ্গে গাঁটছড়া বাঁধতে চলেছেন সালমান?
দিন কয়েক আগে সালমান জানিয়ে ছিলেন, আমি ট্রানজিট পর্বে রয়েছি, ভাল লাগছে। শীঘ্রই কিছু একটা ঘটতে চলেছে আমার জীবনে। সালমানের ঘনিষ্ঠ মহল সূত্রে জানা গেছে, আগামী ২৭ ডিসেম্বর ৫০ পূর্ণ করবেন ভাইজান। আর জন্মদিনেই হয়তো বিয়ের আনুষ্ঠানিক ঘোষণাও সেরে ফেলবেন তিনি।
সূত্র : দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস।