বিডি মেট্রোনিউজ ।। পৌরসভা নির্বাচনে শান্তিপূর্ণ ভোটগ্রহণ ও প্রার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার ব্যবস্থা নিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন। বৃহস্পতিবার নির্বাচন কমিশনের সচিব মো. সিরাজুল ইসলাম স্বাক্ষরিত ওই চিঠি স্বরাষ্ট্র সচিব মোজাম্মেল হক খানের কাছে পাঠানো হয়েছে বলে উপসচিব সামসুল আলম জানিয়েছেন।
চিঠিতে বলা হয়েছে, “পৌরসভা সাধারণ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপক্ষেভাবে পরিচালনার নিমিত্ত শান্তিপূর্ণ নির্বাচনি পরিবেশ বজায় রাখা এবং প্রার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে নির্দেশনা জারি করার জন্যে আপনার সদয় দৃষ্টি আকর্ষণ করছি।”
সাধারণত কোনো নির্বাচনে প্রার্থী চূড়ান্ত হলে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠকের পর ভোটের জন্য নিরাপত্তা নিশ্চিত করতে বলে নির্বাচন কমিশন। প্রথমবারে মতো দলীয় ভিত্তিতে অনুষ্ঠেয় পৌর নির্বাচনে তার ব্যতিক্রম ঘটলো। ২৩৪টি পৌরসভায় ৩০ ডিসেম্বর অনুষ্ঠেয় নির্বাচনের প্রার্থী এখনো চূড়ান্ত হয়নি। বাছাই শেষ হলেও আপিল নিষ্পত্তি ও মনোনয়ন প্রত্যাহার বাকি রয়েছে।
এখন পর্যন্ত বৈধ ১৩ হাজার ৩০৪ রয়েছে, যাদের মধ্য থেকে শেষ পর্যন্ত কতজন প্রার্থী থাকবেন তা ১৩ ডিসেম্বর মনোনয়ন প্রত্যাহারের দিন চূড়ান্ত হবে।
আগামী ১৯ ডিসেম্বর পৌরসভা নির্বাচনে আইনশৃঙ্খলা ও নিরাপত্তার বিষয়ে নির্বাচনে সঙ্গে সংশ্লিষ্টদের বৈঠক হওয়ার কথা রয়েছে।
এর মধ্যে মঙ্গলবার বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খানের নেতৃত্বে প্রতিনিধি দল নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করে দলীয় প্রার্থীদেরকে বাধা দেওয়ার ও ভয়-ভীতি দেখানোর অভিযোগ করেন।
ইসির উপসচিব সামসুল জানান, পৌরসভার মেয়র পদে ১২১৪ জন, সাধারণ কাউন্সিলর পদে ৯৭৪০ জন ও সংরক্ষিত পদে ১২১৪ জন মনোনয়ন দাখিল করে।
বাছাইয়ের পর এখন মেয়র প্রার্থী ১০৫৭ জন, সাধারণ কাউন্সিলর হিসেবে ৯৭৪০ জন ও সংরক্ষিত কাউন্সিলর পদে ২৫০৯ জন বৈধ প্রার্থী রয়েছে।