লিপু খন্দকার ।। নাম তার সম্পা দেওয়ান। সোনারগাঁওয়ের মেয়ে । গান গেয়ে সুনাম অর্জনও করেছেন প্রচুর। সাংস্কৃতিক অঙ্গনে পদচারণা শুরু করেছে ছোটবেলা থেকেই। বাবার কাছেই গানের হাতেখড়ি নিয়েছেন তিনি।
সম্পার দুটি অ্যালবাম বের হয়েছে তা হচ্ছে সর্বহারা কলঙ্কিনী ও বিচ্ছেদ। বের হওয়ার অপেক্ষায় রয়েছে গুরু ভক্ত ও খাজা বড় পীর পাল্লা গানের।
আমাদের দেশে এখন অনেক চ্যানেল তাই এখানে শিল্পীদের গান পরিবেশনও কঠিন কিছু নয় এতে প্রচুর সুযোগ রয়েছে তাদের। এখন আর বসে থাকতে হয় তাদের গান প্রচারের জন্য। একটা না একটা চ্যানেলের কোনো না কোনো এক জায়গায় গান চলে যায় দেদার।
মিডিয়াতে বড়মাপের সংগীতশিল্পী হওয়ার স্বপ্ন নিয়ে সম্পার এ অঙ্গনে আসা। লালন, ফোক, আধুনিক, বাউল ও পালা গানকে প্রাধান্য দেন তিনি বেশি। সময়ের সাথে তাল মিলিয়ে আমাদের দেশের সুনামও বয়ে এনেছেন সারাদেশে।