জাবিতে পাখিমেলা

বিডিমেট্রোনিউজ, জাবি  জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগ আয়োজিত পাখিমেলা ২০১৭ শুক্রবার মহাসমারোহে অনুষ্ঠিত হয়েছে। এ উপলে প্রত্যুষে মেলায় আগত দর্শনার্থীগণ বিশ্ববিদ্যালয়ের জলাশয়ে পাখি পর্যবেণ করেন।

সকাল সাড়ে দশটায় পাখিমেলার উদ্বোধন করেন প্রধান অতিথি কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আবুল খায়ের। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট পাখিবিশারদ ড .ইনাম আল হক, আইসিইউএন এর কর্মকর্তা ড. হাসিব প্রমুখ।

jabi-1

প্রাণিবিদ্যা বিভাগের সভাপতি অধ্যাপক ড. মনোয়ার হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে মডারেটর ছিলেন ইতিহাস বিভাগের সভাপতি অধ্যাপক ড. এটিএম আতিকুর রহমান।

উদ্বোধনী ভাষণে প্রধান অতিথি পরিবেশ ও প্রকৃতি রক্ষায় সবাইকে সচেতন হওয়ার আহবান জানান। তিনি বলেন, বন্যপ্রাণি, পশু-পাখি আমাদের পরিবেশ ও প্রকৃতিকে রা করে। পরিবেশের বান্ধব পশু-পাখিকে ভালোবাসতে হবে।

দিনব্যাপী অনুষ্ঠিত পাখিমেলায় ছোটদের পাখি বিষয়ক চিত্রাঙ্কন প্রতিযোগিতা, কুইজ, বই-পোস্টার প্রদর্শনী, সংরতি বিভিন্ন প্রজাতির পাখি, পাখি দেখা, পাখি চেনার প্রতিযোগিতা, পাখি বিষয়ক আলোচনা অনুষ্ঠিত হয়।

Print Friendly, PDF & Email

Related Posts