বিডি মেট্রে্ানিউজ ডেস্ক ।। এবার জীবনের নতুন ইংনিসে রোহিত শর্মাও ।হরভজন, যুবরাজদের দেখানো পথে পা রাখলেন ভারতীয় এই ক্রিকেট তারকাও।আজ সাতপাকে বাধা পড়তে চলেছেন ওয়ানডে ক্রিকেটে দুটো ডবল সেঞ্চুরির মালিক।
চলতি বছর ২৮ এপ্রিল এনগেজমেন্ট হয় রোহিত শর্মা-ঋতিকা সাজেদের। আজ মুম্বাইয়ের তাজ ল্যান্ডে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে জীবনের নতুন ইনিংস শুরু হবে রোহিতের।
রোহিত-ঋতিকার বিয়ের অনুষ্ঠানে আমন্ত্রিত বহু হাইপ্রোফাইল ব্যক্তিত্ব। ভারতীয় দলের ক্রিকেটারদের সঙ্গে উপস্থিত থাকতে পারেন সচিন তেন্ডুলকরও। আসার কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীরও।
বিয়ের অনুষ্ঠানে রাঘবেন্দ্র রাঠোরের ডিজাইন করা পোশাক পরবেন রোহিত। সাত পাকের জন্য থাকছে আলাদা দামি পোশাক। দিচ্ছেন কনে ঋতিকার মা- বাবা টিনা ও ববি সাজেদ । আগামিকাল সোমবার কনে ঋতিকার দাদা আলাদ করে পার্টি দিচ্ছেন। সেই পার্টিতেই হবে সঙ্গীতের আসর।
নীতা ও মুকেশ আম্বানি তাদের আইপিএল দল মুম্বাই ইন্ডিয়ন্সের দুই ক্রিকেটার হরভজন সিং ও রোহিত শর্মার জীবনের নতুন ইনিংস শুরুর শুভেচ্ছা জানাতে বিশেষ পার্টির ব্যবস্থা করেন।