বিডি মেট্রোনিউজ ডেস্ক || গুগল ইন্ডিয়া বছরের শেষে ২০১৫ সালে তাদের সার্চ ইঞ্জিনে সবচেয়ে বেশি খোঁজা ব্যক্তিদের যে তালিকা প্রকাশ করল তাতে সবার আগে সানি লিওন। গত বছরও সানিই ছিলেন গুগল ইন্ডিয়া সার্চে সবার আগে। ওয়েব দুনিয়ায় সানির জনপ্রিয়তার কাছে ম্লান হয়ে গেলেন সালমান খান, ক্যাটরিনা কাইফও।
বছরটা দারুণ ঘটনাবহুল গিয়েছে সালমানের। বিভিন্ন কারণে নরেন্দ্র মোদীও সারা বছর ধরে খবরের শিরোনামে ছিলেন। কিন্তু কোথায় কী! বছরে দুটো সিনেমা, একটা ট্রেলর আর একটা মিউজিক ভিডিও করে সানি ওয়েব ভারতের বিচারে সবাইকে ছাপিয়ে গেলেন।
গুগলের এই তথ্য থেকেই পরিষ্কার সানি লিওন ওয়েব দুনিয়ায় ভারতে রাজ করছেন। ওয়েব ভারতের সানির জনপ্রিয়তার কাছে পাল্লা দিতে ব্যর্থ বলিউডে প্রথম সারির নায়িকারাও। গুগলে সর্বাধিক সার্চ ব্যক্তির প্রথম দশের মধ্যে একমাত্র রাজনৈতিক ব্যক্তিত্ব মোদী আছেন দশে। প্রথম দশে চমকে দেওয়া নাম দক্ষিণের নায়িকা কাজল আগরওয়াল। সাত নম্বরে আছেন হানি সিং।
সানির মতই ক্রিকেটও দেশের নেট মাধ্যমে রাজ করছে। বছরের সবচেয়ে চর্চিত বিষয় বা ট্রেনডিং টপিক/সার্চে সবার আগে ২০১৫ ক্রিকেট বিশ্বকাপ। অবাক করে দ্বিতীয় স্থানে ‘বাহুবলী’। গুগলে বছরের সবচেয়ে চর্চিত সিনেমাও হল এই ‘বাহুবলী’ই।
ভারতে গুগলে সর্বাধিক সার্চ ব্যক্তি
১) সানি লিওন, ২) সালমান খান, ৩) এপিজে আবদুল কালাম, ৪) ক্যাটরিনা কাইফ, ৫) দীপিকা পাড়ুকোন, ৬) শাহরুখ খান, ৭) ইয়ো ইয়ো হানি সিং, ৮) কাজল আগরওয়াল, ৯) আলিয়া ভাট, ১০) নরেন্দ্র মোদী
Trending Searches
১) আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ২০১৫, ২) বাহুবলী, ৩) বজরঙ্গী ভাইজান, ৪) প্রেম রতন ধন পায়ো, ৫) আইপিএল, ৬) এপিজে আবদুল কালাম, ৭) এসএসসি পরীক্ষা, ৮) বিগ বস নাইন
Trending Movies
১) বাহুবলী, ১) বজরঙ্গী ভাইজান,৩) প্রেম রতন ধন পায়ো, ৪) এবিসিডি টু, ৫) আই, ৬) পিকে, ৭) পুলি, ৮) রয়, ৯) হামারি আধুরি কাহানি, ১০) শ্রীমানথুডু
Most Searched Bollywood Actor (Male)
১) সালমান খান, ২) শাহরুখ খান, ৩) অক্ষয় কুমার, ৪) শহিদ কাপুর, ৫) হৃতিক রোশন, ৬) রণবীর কাপুর, ৭) আমির খান, ৮) বরুন ধাওয়ান, ৯) অমিতাভ বচ্চন, ১০) অজয় দেবগন
Most Searched Bollywood Actor (Female)
১) সানি লিওন, ২) ক্যাটরিনা কাইফ, ৩) দীপিকা পাড়ুকোন, ৪) আলিয়া ভাট, ৫) রাধিকা আপ্তে, ৬) অনুষ্কা শর্মা, ৭) কারিনা কাপুর, ৯) প্রিয়াঙ্কা চোপড়া, ১০) পুনম পান্ডে।