বিডি মেট্রোনিউজ ডেস্ক || মিস ইউনিভার্স প্রতিযোগিতাটি মিস ইউনিভার্স সংস্থা কর্তৃক পরিচালিত হয়ে থাকে। ক্যালিফোর্নিয়ায় প্রতিষ্ঠিত পোষাক প্রস্তুতকারী প্রতিষ্ঠান প্যাসিফিক মিলসের উদ্যোগে ১৯৫২ সালে প্রতিষ্ঠিত এ প্রতিযোগিতাটি অদ্যাবধি নিয়মিতভাবে অনুষ্ঠিত হয়ে আসছে। প্রতিযোগিতাটি প্রথমে ছিল ‘মিস ইউনিভার্স- ইনকর্পোরেট’।
পরে ১৯৯৮ সাল থেকে ইনকর্পোরেট তুলে দেওয়া হয়। ‘মিস ইউনিভার্স- ইনকর্পোরেট’কে রূপান্তর করা হয় মিস ইউনিভার্সে। ক্যালিফোর্নিয়ার লস এঞ্জেলেস থেকে নিউইয়র্ক সিটিতে সংস্থার সদর দপ্তর স্থানান্তর করা হয়।
এরআগে ১৯৯৬ সাল থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের রিয়াল-এস্টেট ব্যবসায়ী, টেলিভিশন ব্যক্তিত্ব এবং লেখক ডোনাল্ড ট্রাম্প এর দায়িত্বভার গ্রহণ করেন। ১৯৯৮ সালে ডোনাল্ড ট্রাম্প নতুন একদল পেশাদার কর্মীকে প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে দায়িত্ব দেন। এর প্রধান ছিলেন মলি মাইলস নামীয় নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা এবং সভাপতি ছিলেন মরিন রিডি।
১৯৯৮ সালেই উন্মোচন করা হয় মিস ইউনিভাসের্র লোগো। ‘দি ওম্যান উইদ স্টারস’ শিরোনামের এ লোগোয় বৈশ্বিক পরিমণ্ডলে নারীর সৌন্দর্য্য এবং দায়িত্ব-কর্তব্য উপস্থাপনার কথা বলা হয়।
বিভিন্ন বছরে মিস ইউনিভার্স খেতাব বিজয়ীরা হলেন-
মিস ইউনিভার্স ২০১৫ ফিলিপাইনের পিয়া আলোন্সো
মিস ইউনিভার্স ২০১৪ কলম্বিয়ার পাওলিনা ভেগা
মিস ইউনিভার্স ২০১৩ ভেনেজুয়েলার মারিয়া গ্যাব্রিয়েলা ইসলার
মিস ইউনিভার্স ২০১২ মার্কিন যুক্তরাষ্ট্রের অলিভিয়া কালপো
মিস ইউনিভার্স ২০১১ অ্যাঙ্গোলার লেইলা লোপেজ
মিস ইউনিভার্স ২০১০ মেক্সিকোর জিমেনা নাভারেতে
মিস ইউনিভার্স ২০০৯ ভেনেজুয়েলার স্টিফানিয়া ফার্নান্দেজ
মিস ইউনিভার্স ২০০৮ ভেনেজুয়েলার ডায়ানা মেনডোজা
মিস ইউনিভার্স ২০০৭ জাপানের রাইও মোরি
মিস ইউনিভার্স ২০০৬ পুয়ের্তো রিকোর জুলেকা রিভেরা
মিস ইউনিভার্স ২০০৫ কানাডার নাতালিয়ে গ্লেবোভা
মিস ইউনিভার্স ২০০৪ অস্ট্রেলিয়ার জেনিফার হকিন্স
মিস ইউনিভার্স ২০০২ পানামার জাস্টিন পাসেক
মিস ইউনিভার্স ২০০১ পুর্তোরিকোর ডেনিস কুইনোনেস
মিস ইউনিভার্স ২০০০ ভারতের লারা দত্ত
মিস ইউনিভার্স ১৯৯৭ মার্কিন যুক্তরাষ্ট্রেও ব্রুক লি
মিস ইউনিভার্স ১৯৯৪ ভারতের সুস্মিতা সেন
মিস ইউনিভার্স ১৯৮৭ চিলির সেসিলা বোলোক্কো
মিস ইউনিভার্স ১৯৮৪ সুইডেনের ইউভোনি রাইডিং