উত্তরা ক্লাবে সভাপতি পদে নির্বাচনে কে এম আর মঞ্জুর

 

বিডি মেট্রোনিউজ || বিশিষ্ট ব্যবসায়ী ও চলচ্চিত্র ব্যক্তিত্ব কে এম আর মঞ্জুর ২০১৫-২০১৬ মেয়াদে উত্তরা ক্লাবের সভাপতি পদে নির্বাচন করছেন। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ২৫ ডিসেম্বর। ইতিপূর্বে তিনি এই ক্লাবের একবার সভাপতিসহ পাঁচবার কার্যনির্বাহী কমিটির সদস্য মেম্বার-ইন-চার্জ (প্রশাসন) সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।

সভাপতি থাকাকালীন তিনি ক্লাবে এটিএম বুথ, বেকারী এন্ড পেষ্ট্রি কর্ণার, ব্যান্ড বক্স শোরুম, সেন্ট্রাল স্টোর, হলরুমের পাশে মিনি বার, ক্লাব ষ্টাফ ও রেষ্ট হাউজ গেষ্টদের লন্ড্রির জন্য শেড, উভয় বিল্ডিং-এ ২টি সম্পূর্ণ নতুন লিফট, পানি বিশুদ্ধকরণ প্রকল্প, ডিপ টিউবওয়েল স্থাপন, সুইমিং পুল বিল্ডিং এর ৫ম ও ৬ষ্ঠ তলা নির্মাণ,  বীর মুক্তিযোদ্ধা সদস্যদের সম্মানার্থে মুক্তিযোদ্ধা ফলক নির্মাণ, পার্কিং সুবিধা বৃদ্ধিকল্পে নতুন টাইলস দিয়ে এপ্রোচ রোড নির্মাণ করে সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন।

এ ছাড়া ক্লাবের সদস্যদের বিনোদন ও ক্লাবের আন্তর্জাতিক সম্পর্কের দিকে লক্ষ্য রেখে মালয়েশিয়ার রয়্যাল সেলাঙ্গর ক্লাব, ভারতের ক্যামবে ক্লাব, জয়পুর ক্লাব, কলকাতা সুইমিং ক্লাব এবং এ্যাপোলো হাসপাতাল- এর সাথে অ্যাফিলিয়েশনসহ সম্পূর্ণ নতুন আঙ্গিকে ইউসিবি ফ্যামিলি লাউঞ্জ, রিসিপশন এরিয়া, কার্ড রুম ও অন্যান্য সকল এরিয়ার আধুনিকায়ন করেন।

কে এম আর মঞ্জুর এবার তার নির্বাচনী অঙ্গীকার করছেন ক্লাবের পার্কিং সমস্যা দ্রুত নিরসন, ক্লাবের ঐতিহ্য সমৃদ্ধকরণ ও বন্ধুত্বপূর্ণ সামাজিক বিনোদন কেন্দ্র হিসেবে সকলের মাঝে মিলনের সেতুবন্ধন রচনা করবেন। সেইসঙ্গে ক্লাবের নানাবিধ উন্নয়নে গতিশীল ভুমিকা রাখার অঙ্গীকার করেছেন।

উল্লেখ্য কে এম আর মঞ্জুর একজন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত একজন ব্যক্তিত্ব। তিনি একাধিকবার এই পুরস্কার অর্জন করেন মুক্তিযুদ্ধ ও আমাদের জীবনধর্মী চলচ্চিত্র নির্মাণের মাধ্যমে। একজন সফল চলচ্চিত্র ব্যক্তিত্ব হিসেবে একাধিকবার চলচ্চিত্রের প্রাণ সংগঠন বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক-পরিবেশক সমিতির মহাসচিব ও সভাপতির দায়িত্ব পালন করেন। সেইসঙ্গে বাংলাদেশ ফিল্ম ক্লাবের তিনবারের সফল সভাপতি তিনি।

চলচ্চিত্রের ক্রান্তিলগ্নে বিনিয়োগসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের মাধ্যমে বিভিন্ন সংগঠন থেকে পুরস্কৃত হয়েছেন। তিনি ব্যবসায়ীদের ঐতিহ্যবাহী সংগঠন এফবিসিসিআইয়ের একজন গুরুত্বপূর্ণ সদস্য। একজন সফল প্রদর্শক হিসেবে তার সুনাম রয়েছে। তিনি বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতির সভাপতির দায়িত্বও পালন করেছেন। তিনি ঢাকার অভিজাত অভিসার, নেপচুন, আগমন ও অতিথি সিনেমা হলের সত্ত্বাধীকারী। অভিজাত এলাকা উত্তরায় রূচিশীল ফ্যাশন হাউজ ফ্যাশন প্যারাডাইস- এর ওপ্রতিষ্ঠাতা এবং মালিক।

কে এম আর মঞ্জুর সকলের সহযোগিতা কামনা করে উত্তরা ক্লাবের সদস্যদের প্রতি আহবান জানিয়েছেন তাদের অকুণ্ঠ সমর্থন, ভালবাসা ও আন্তরিকতার মাধ্যমে তাঁকে নির্বাচিত করে ক্লাবের উন্নয়ণে কাজ করার সুযোগ দানের জন্য।

Print Friendly, PDF & Email

Related Posts