সবুজবাগে দুই জায়গায় দেহের বিচ্ছিন্ন দুই অংশ

বিডি মেট্রোনিউজ || রাজধানীর সবুজবাগ থানাধীন আহাম্মেদনগর এলাকায় স্যুটকেসের মধ্য থেকে মস্তকবিহীন এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে।  তার মস্তক সবুজবাগের ওহাব কলোনির একটি বাসার তৃতীয় তলা থেকে উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার সকালে পুলিশ লাশটি উদ্ধার করে। নিহত ব্যক্তির নাম সুমন (২৫)। সবুজবাগ থানার এসআই নুরুল কবির এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, খবর পেয়ে আহাম্মেদনগর এলাকায় স্যুটকেসের মধ্য থেকে মস্তকবিহীন একটি লাশ উদ্ধার করা হয়। পরে ওহাব কলোনিতে তার মস্তক পাওয়া যায়। তাৎক্ষণিকভাবে নিহত ব্যক্তির বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি। কে বা কারা কী কারণে তাকে হত্যা করেছে, এ বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।

 

Print Friendly, PDF & Email

Related Posts