কালই বিয়েটা সেরে ফেলবেন সালমান?

বিডি মেট্রোনিউজ ডেস্ক || অপেক্ষাটা হয়তো আর অল্পকিছু সময়। কালই আসতে পারে ঘোষণাটা। কারণ, ২৭ ডিসেম্বর তার পঞ্চাশতম জন্মদিন। আর সেই দিনেই হয়তো বিয়ের আনুষ্ঠানিক ঘোষণা সেরে ফেলবেন সালমান খান।

এর আগেই তিনি বলেছিলেন, “শীঘ্রই কিছু একটা ঘটতে চলেছে আমার জীবনে।’’ সালমান খানের সঙ্গে তার রোমানিয়ান গার্লফ্রেন্ড লুলিয়া ভান্তুরের সম্পর্ক নিয়ে গুঞ্জন অনেক দিন ধরেই চলছিল বলিউডে। তা হলে কি সত্যিই এ বার লুলিয়ার সঙ্গে গাঁটছড়া বাঁধতে চলেছেন সালমান?

বলিউডের একটি সূত্রের দাবি, হয়তো নিজের পঞ্চাশতম জন্মদিনেই পরিবার এবং তার ঘনিষ্ঠ মহলের সঙ্গে লুলিয়াকে আনুষ্ঠানিক ভাবে নিজের জীবনের ‘বিশেষ নারী’ হিসেবে পরিচয় করিয়ে দিতে পারেন সালমান।

Print Friendly, PDF & Email

Related Posts