বিডিমেট্রোনিউজ ডেস্ক ॥ বহু প্রতিক্ষিত গ্রাম বাংলার চিত্রায়নে,৮০র দশকের একটি বাস্তব কাহিনী অবলম্বনে, চ্যানেল আইয়ের উদ্যোগে, শহিদুল ইসলাম সাচ্চুর পরিচালনায় “মানিকের মা” নাটকটি প্রচারিত হবে “আগামী ৩ মে বিকাল ৩ টায় । নাটকটি অত্যন্ত বাস্তবমুখী এবং সামাজিক ।
নাটকে মানিক ও তার স্ত্রী চরিত্রে অভিনয় করেছেন অভিনেতা “রাজিব সালেহিন” এবং “সোহানা সাবা”।নাটকে অভিনয় করেছেন প্রতিষ্ঠিত আরো অনেক শিল্পী।